নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

অচেনা অস্থিরতা

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০২

অভিমান দুচোখের জল আর মনের আনাচে কানাচে স্মৃতিময় স্বপ্ন

ধবল মেঘ বা স্থির কালোজল, কাশবনের পাড় বা কদম বনে বাঁশি।

জোছনার মেখলা, সুরের মূর্ছনা ভাসা রাত্রির মেঘমাল্লার

তমাল কৃষ্ণ বা রাধার গল্প ছূঁয়ে থাকে হৃদয় পাটাতন।

জলের নিক্কন ছাপিয়ে বাজে মুঠো ফোনের জল তরঙ্গ

ফিসফাস কথা বলা রাতভর সুউষ্ণ কারুকার্য নকশি কাঁথা,

মাঘি পূর্ণিমা বা পৌষ সংক্রান্তি মেদুর আলো মাখা শান্ত উৎসব সময়

ছড়িয়ে থাকে ঝরা পাপড়ির মতন শুনশান আজন্ম স্মৃতি।

অভিমান দুচোখের জল আর এক বুক গুমড়ানো ব্যাথা

চেনা চেনা পথঘাট অচেনা মনে হয়- শূন্য হাহাকার নিরব, তাণ্ডবের পর।





মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চেনা চেনা পথঘাট অচেনা মনে হয়- শূন্য হাহাকার নিরব তাণ্ডবের পর। :)

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫২

রোকসানা লেইস বলেছেন: হাসি আসছে খুব আপনার কেন জানতে পারি?

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


জলের নিক্কন ছাপিয়ে বাজে মুঠো ফোনের জল তরঙ্গ
ফিসফাস কথা বলা রাতভর সুউষ্ণ কারুকার্য নকশি কাঁথা

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪

রোকসানা লেইস বলেছেন: অনেকদিন পর কাণ্ডারি অথর্ব শুভেচ্ছা

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪

না প্রেমিক না বিপ্লবী বলেছেন: চেনা সবকিছু আজ অচেনা
কাছের মানুষ আজ দূরের আলেয়া

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫

রোকসানা লেইস বলেছেন: অচেনা মরিচীকা মিলাক ফিরে আসুক উৎসব মেলা

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

ইখতামিন বলেছেন:
কবিতা সুন্দর

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ...... ইখতামিন

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। জোছনার 'মেখলা' ব্যাপারটা কী?

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪

রোকসানা লেইস বলেছেন: ইস কী প্রশ্ন তাও জটিল গল্পের হাসান মাহবুবের থেকে!!!

কবিতা কী ব্যাখ্যা করার যায় আপনার উপলব্ধি যে দিকে নিয়ে যায়।
আমার এমন ভাবেই শব্দ গাঁথতে ইচ্ছে হলো।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


এইত এখন নিয়মিত হওয়ার চেষ্টা করছি। :)

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৬

রোকসানা লেইস বলেছেন: ভালো সাথে থেকো ভালো থেকো।
বছর শেষের বড় লেখাটা পড়ে নিও।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১

ইখতামিন বলেছেন:
'মেখলা' মানে কি 'অলঙ্কার'?

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪

ইখতামিন বলেছেন:
অপস.. ’অলঙ্কার’ নয়, মনে হয় 'বেল্ট', অথবা ‘বলয়’, ‘বেষ্টনী’

কোনটা সঠিক?

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৩

রোকসানা লেইস বলেছেন: জোছনার চাদর জড়িয়ে থাকা বা জোছনার বেষ্টনীতে মিশে যাওয়া
যেমন ইচ্ছে ভাবা যায়
অনেক কষ্ট করলেন ইখতামিন ধন্যবাদ

৯| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল। ভাল লাগা রইল।দারুণ লিখেছেন।

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬

রোকসানা লেইস বলেছেন: আপনার জন্যও ভালোলাগা রইল কবিতা ভালোলাগার জন্য
ভালো থাকুন সব সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.