| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
খুব ইচ্ছে করে হেঁটে যাই তোমার হাত ধরে 
যেখানে ধবল বক পাখা মেলে দেয় রোদে, 
যেখানে কচুরীপানার বেগুনি ফুল নাচে বাতাসে। 
ইচ্ছেরা হাওয়ায় উড়তেই পারে ইচ্ছে মতন। 
ব্যবধান মহাআলোক বর্ষের থাকতেই পারে, 
তাতে কী
হৃদয়ের সূতো বাঁধা আছে নিগুঢ় ভালোবাসায়.....
না হয় বার্চের বনে হেঁটে যাবো; নাহয় পেঙ্গুইনের নাচ দেখব,
নাহয় জারাকান্ডার ছায়ায় বসে ভাসব অচেনা সৌরভে।
মন আর হৃদয়ের মাখামাখি মুগ্ধতায় স্বপ্ন আঁকব।
 
২০ শে জানুয়ারি, ২০১৪  রাত ১:৩১
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
২| 
১৯ শে জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
 
২২ শে জানুয়ারি, ২০১৪  রাত ১২:৩৬
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব
৩| 
২০ শে জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:০৮
হাসান মাহবুব বলেছেন: সুন্দর ইচ্ছে।
 
২২ শে জানুয়ারি, ২০১৪  সকাল ৯:০৬
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব
৪| 
২২ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:১৬
সায়েম মুন বলেছেন: সুন্দর।
 
২৩ শে জানুয়ারি, ২০১৪  রাত ২:৫০
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ সায়েম মুন
৫| 
২৫ শে জানুয়ারি, ২০১৪  রাত ১২:০৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লেগেছে।
 
২৫ শে জানুয়ারি, ২০১৪  দুপুর ১:১৮
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছ প্রোফেসর শঙ্কু
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৪  দুপুর ১২:৩১
এম এ কাশেম বলেছেন: এই তো বাড়িয়ে দিলাম হাত
ধরো
চলো দূরে বহু দূরে...............।