| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শুধু একবার হ্যাঁ বলো শুধু একবার 
সমুদ্র বিশাল ভালোবাসায় ডুবিয়ে দিব,
আঁধার দূর করে ছড়িয়ে দিব আলোর বন্যা
যদি একবার কাছে আসো মায়াবী ভালোবাসায়
পেরিয়ে যাবো অমৃত অনন্ত যুগল বন্ধনে ।
চির বসন্ত জেগে থাকবে আমাদের ঘিরে 
মধু গুঞ্জরণ ফুলের সম্ভারে কোকিল কুহুতানে।
একবার শুধু চলো পেরিয়ে যাই সকল বাঁধা নিয়মের।
 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৩৫
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা
২| 
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১২:৩৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৩৮
রোকসানা লেইস বলেছেন: প্রেমিক প্রেমিকার জন্য .. হাহা  
শুভেচ্ছা 
৩| 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৭
রাইসুল সাগর বলেছেন: বাঁধা পেরুনোর চেষ্টা সফল হোক। শুভকামনা নিরন্তর।
৪| 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ২:১৬
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা রাইসুল সাগর
৫| 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ২:২৬
ফালতু বালক বলেছেন: ভালো হইছে।
৬| 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৩:৩৬
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪  দুপুর ১২:১৮
এম এ কাশেম বলেছেন: এই তো আমি বললাম- হ্যাঁ
দেন না এবার ভালবাসায় ভাসিয়ে মোরে
সাঁতার কাঠি অকূল সাগরে.......................