| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এক
জল আর পাতার ছোঁয়ায় যে অনুভব
উষ্ণ উমে হারানোর ভালোলাগা, 
বৃষ্টি ভেজা চায়েল কাপে দূরন্ত চুমুক
ঠিক ঠাক ঘিরে আছে আগের মতই কৃষ্ণচুড়ার বুননে
যে যেতে যায় সে যাক- আমার তো হারানোর কিছু নেই
রোদেলা দুপুর বা শীতল পারশ তুষারপাতের 
ঠিকঠাক তুলে দেয় গোলাপের দূর্দান্ত সৌরভ।
মাতিয়ে এবং জড়িয়ে রেখেছে আজীবন ভালোবাসায় 
এবং রাখবে চির সবুজ  চিবুকের কাছে।
দুই
নদীর ঘ্রাণ কথা বলে উদাসী শরীর বাঁশির সুর
পাহাড় আর বনভূমি জড়ানো চিতায় জ্বলছে যেন
যাবে নাকি হাত বাড়িয়ে আছি জলজ মানবী
সবুজ দেবতার চোখে জল
চিরদিন তবে বিবাগী কেটে যাবে
একবার শুধু দীর্ঘশ্বাসে বাঁধলে কী ক্ষতি হবে
জরা এবং ক্লান্তির? আফ্রোদিতির ইউটোপিয়া কথা বলুক 
জোনাকির পাখায় নীলগীরী মেঘ ছাড়িয়ে
থৈ থৈ আনন্দের বন্যা সে তার নিজের মতন থাক।
তিন
আজ আমার মুখ ক্যানভাস তেলরঙে  সেজেছে বনভূমির  দিগন্ত রেখায়  
খুঁজে নিও চোখ বা ঠোঁট অজস্র  গাছ গাছালীর অরণ্য থেকে যদি চুমু খেতে ইচ্ছে হয়। 
নাভীমূল বা স্তনে পাহাড়ের আঁকিবুকি নদীর জল প্রপাত।
ডুবে যেও প্রকৃতির মতন মাটি ও জলের সঙ্গমে- নিরপরাধ ভালোবাসায়।
 
১৩ ই মার্চ, ২০১৪  রাত ৯:১০
রোকসানা লেইস বলেছেন: তাই তো অনেকদিন পর আপনাকে দেখলাম রাতুল_ শাহ 
কেমন আছেন?
অনেক শুভকামনা
২| 
১৩ ই মার্চ, ২০১৪  রাত ২:২৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর, অসাধারন লাগল।
 
১৩ ই মার্চ, ২০১৪  রাত ১০:৩৪
রোকসানা লেইস বলেছেন: অনেক শুভেচ্ছা রইল মাহমুদুর রহমান সুজন
৩| 
১৩ ই মার্চ, ২০১৪  রাত ২:৩৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: আজ আমার মুখ ক্যানভাস তেলরঙে সেজেছে বনভূমির দিগন্ত রেখায় 
 খুঁজে নিও চোখ বা ঠোঁট অজস্র গাছ গাছালীর অরণ্য থেকে যদি চুমু খেতে ইচ্ছে হয়। 
 নাভীমূল বা স্তনে পাহাড়ের আঁকিবুকি নদীর জল প্রপাত।
 ডুবে যেও প্রকৃতির মতন মাটি ও জলের সঙ্গমে- নিরপরাধ ভালোবাসায়
অসাধারণ । শুভেচ্ছা । 
 
১৪ ই মার্চ, ২০১৪  রাত ১১:৩৪
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার
৪| 
১৩ ই মার্চ, ২০১৪  ভোর ৬:০৭
হাসান মুহিব বলেছেন: ভালো লাগা ছুঁয়ে গেল প্রতিটা পরতে পরতে
 
১৫ ই মার্চ, ২০১৪  সকাল ৯:৩৪
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা রইল হাসান মুহিব
৫| 
১৪ ই মার্চ, ২০১৪  রাত ১২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন: 
শেষটায় মাত করে দিয়েছেন 
 
১৭ ই মার্চ, ২০১৪  ভোর ৪:৪০
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা কাণ্ডারি অথর্ব
৬| 
১৬ ই মার্চ, ২০১৪  ভোর ৫:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: প্রতিটি কবিতা চমৎকার হয়েছে। আর শেষটাতো স্টানিং ।
 
১৮ ই মার্চ, ২০১৪  সকাল ১০:২৪
রোকসানা লেইস বলেছেন: ভালোলাগল জেনে ........ভালো থাকবেন শুভকামনা রইল
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৪  রাত ১:৫৬
রাতুল_শাহ বলেছেন: অনেকদিন পর কোন কবিতা পড়লাম, আপু।
অনেক সুন্দর অনুভব।