| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমাকে একটা খোলা আকাশ এনে দিবে বলেছিলে যেন আমি ইচ্ছে হলেই ডানা মেলে উড়তে পারি।
আমার চোখের সামনে খরায় পুড়া জলভূমি সরিয়ে, এক অনাবীল মনোরম সবুজ মাঠ বুনে দিতে চেয়েছিলে। 
যেন প্রজাপতির মতন ঢেউ তুলে খেলেতে পারি খোলা হাওয়ায়। 
আর পশে বয়ে যাবে স্রোতস্বনী নদী, মায়াময় শব্দ তরঙ্গে যেন ইচ্ছে হলেই সে সুরে মাতাল হতে পারি আমি।
হৃদয়ের কোমল বনে মেঘের অনুভব জড়িয়ে, ছড়িয়ে ছিলে রঙধনু- 
তার ঝংকারে সুতনু দেহ জুড়ে বাজে মেঘমল্লার।  
একপাশে সুবিস্তৃত ফসলের সুষমা, অন্যপাশে ফুলের সৌরভ। কোথাও কোন কালিমা স্পর্ষ রাখতে চাওনি। 
স্বপ্নডানা মেলার পথে বাঁধা, কাটা ফুটিয়েছে হিংস্রতা। বারবার ছুটে এসেছে বন্য শুয়োর। 
তছনছ করেছে আমাদের ভালোবাসা। জ্বলিয়ে দিয়েছে ফসল। 
প্রতিরোধে হাতিয়াড় নিয়ে লড়েছি বারবার,
এক পাশের বুনন শেষ না হতে ভেঙ্গে পরেছে অন্য পাশের বেড়া।
বাঁধার প্রাচীর চারপাশে, বনভূমি এবং বর্ষাধারায় ফাল্গুনের ফুল ফোটা সময়- খরায় পীড়িত রক্তাক্ত
ভেসে গেছে পানাদামের মতন আমাদের কুড়ানো শষ্য খরস্রোতে-
দু হাতে তবু জড়িয়ে রেখেছি বুকের গভীরে স্বযত্নে যতটুকু আগলে রাখা যায়।
বুনেছি সতেজ চারা আবার চার পাশে । 
কিছুতেই মরে যেতে দেবো না আমরা, আমাদের ভালোবাসা। 
আবার বুনে ঘরে তুলব নতুন ফসল, চারপাশের সব বাঁধা এবং হিংস্রতা পেরিয়ে, সমন্নত রাখবো, 
ভালোবাসার লাল সবুজ পতাকা দিগন্ত মাঠে আর শুযোরগুলো ফিরে যাবে খোয়ারে চিরতরে।
তুমি ফিরে আসবে এক আকাশ হাতে তুলে।
অচেনা কোন ভয় থাকবে না আর আমার চোখের সম্মুখে, 
স্রোতের জলতরঙ্গে মন হারাবার স্বাধীনতায়।
 
২৬ শে মার্চ, ২০১৪  দুপুর ১২:১৮
রোকসানা লেইস বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
২| 
২৫ শে মার্চ, ২০১৪  রাত ১০:০৬
শেখ মারুফ বলেছেন: ভালো লাগলো ।  
  
 
২৭ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:৩২
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ শেখ মারুফ
৩| 
২৫ শে মার্চ, ২০১৪  রাত ১০:০৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: লাইনগুলো এলোমেলো লাগল কিছুটা, কিন্তু লেখার ভাবের সাথে একাত্ম হয়ে গেলাম। সুন্দর।
 
২৭ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৩
রোকসানা লেইস বলেছেন: ভালোলাগল আমারও.............. ধন্যবাদ প্রোফেসর শঙ্কু
৪| 
২৭ শে মার্চ, ২০১৪  রাত ১২:৫৯
 আমিনুর রহমান বলেছেন: 
সুন্দর +++
 
২৯ শে মার্চ, ২০১৪  রাত ২:১৩
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ
৫| 
২৭ শে মার্চ, ২০১৪  দুপুর ১:২৪
শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর 
 
 
৩০ শে মার্চ, ২০১৪  রাত ১২:৩৭
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ শুকনোপাতা ০০৭
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৪  রাত ১০:০৪
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ভালবাসা-দেশপ্রেম একাকার! না ঠিক হলো না! আসলে শেষ করার পড় বুঝলাম উপমার ছলে শুধুই দূরন্ত দেশপ্রেম!!! এ অনুভূতিটা প্রতিটা দেশপ্রেমিকের মাঝে আসুক! ভাসিয়ে দিক সকল প্রতিকূলতা!!!