![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যখন ইচ্ছে করি পাখিদের পিছনে ছুটার, আকাশ কালো করে তখন বৃষ্টি নামে ঝুম
আমি যখন ইচ্ছে করি তোমার চোখে জলতরঙ্গ দেখার, সূর্যটা ডুবে যায় ধূষর সন্ধ্যায় হুস
আমি যখন ইচ্ছে করি দীর্ঘক্ষণ তোমার সাথে কথা বলার, টেলিফোনের সংযোগ কেটে যায় ভুস
ঝুম বৃষ্টির মাঝে অথৈ অন্ধকারে অথবা কেটে যাওয়া সংযোগের ওপার থেকে
তুমি ও আমি, ঠিক হৃদয়ে হৃদপিণ্ডে গেঁথে থাকি
লৌহ শলাকায় গাঁথা কাবাবের মতন,
আর পুড়ি তীব্র থেকে তীব্রতর গনগনে লাল আগুনে।
অথচ আমাদের কাবাব পোড়ানো গন্ধে, তৃষ্ণার্ত হয়, ক্ষুধার্ত, হয়, মাতাল হয়
জনগণ বুভুক্ষের মতন।
পাখির উম তবু লেগে থাকে বুকের কাছে
সূর্যের রঙ চোখে, জলছবির মতন ভালোবাসে।
২১ শে মে, ২০১৪ রাত ১১:২২
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা ..............মাহমুদুর রহমান সুজন
২| ২১ শে মে, ২০১৪ রাত ১০:০৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !
২৩ শে মে, ২০১৪ রাত ১২:৫৯
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা .....স্বপ্নবাজ অভি
৩| ২১ শে মে, ২০১৪ রাত ১০:১৮
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ভালো হয়েছে --
খুব ভালো লাগলো
২৩ শে মে, ২০১৪ রাত ১:০০
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ অনেক ভালোলাগল জেনে শুভেচ্ছা..........বিকারগ্রস্থ মস্তিস্ক
৪| ২২ শে মে, ২০১৪ রাত ৩:১৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর। দ্বিতীয় প্লাস।
২৩ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
রোকসানা লেইস বলেছেন: অনেক ভালোলাগা........... ধন্যবাদ..............প্রোফেসর শঙ্কু
৫| ২২ শে মে, ২০১৪ রাত ৯:০৭
হাসান মাহবুব বলেছেন: ভালো। তবে কিছু বানান ভুল আছে। ওকার আর উকার সম্বন্ধীয়।
২৩ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২০
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ, হাসান মাহবুব।
বানানের সাথে পারছিনা..........ফাঁকি দিবেই, চেষ্টা করলাম
৬| ২২ শে মে, ২০১৪ রাত ৯:১৯
একজন ঘূণপোকা বলেছেন:
ভালো লাগল
২৯ শে মে, ২০১৪ রাত ১:২৮
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ .......একজন ঘূণপোকা
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৪ রাত ৮:৪৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশ হয়েছে। ভাল লাগা রইল।