নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

সভ্যতা

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩১

তপ্ত সময় :
অঙ্গিকার বিহীন ফোঁস ফোঁস
ঢেউ তোলা নাগিনী নাচে।
বিরান ভূমি, অথৈ জল রাশি
লালজামা শিশু এক ভাসে।
মুখ থুবরে জমিনে পরে থাকে।
সভ্যতাকে দেখিয়ে অবজ্ঞার পাছা।




স্থবির সময়
এখন কাঁদো কেন তোমরা!
এতাে তোড়জোড় অস্থিরতা,
এতদিন কোথায় ছিল মনবতা?
এই দেখো মাটিতে মাথা পেতে,
আমি ঘুমিয়ে গেছি চিরতরে শান্তিতে,
এ ধরনি আমার মা , গ্রহণ করেছে,
আমাকে ভালোবেসে আঁচল পেতে
সাগরের কোল থেকে, বুকে জড়িয়ে।
লাগেনি কোন পাসর্পোট ভিসা সীলছাপ।
অনেক হাঙ্গর, পিরহান, সাপ ছিল জলে
কেউ ছোঁয়নি আমায়, বরঞ্চ তুলে দিয়েছে
নীল তরঙ্গ নৌকায় পৌঁছে দিতে তটে
অনন্ত স্বস্তির ঘরে। যেতে যেতে শেষবার
তোমাদের দেখিয়ে গেলাম অবজ্ঞা
হে ভূমি স্বত্বের রাজনরা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হায়রে মানবতা !!!

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮

রোকসানা লেইস বলেছেন: কঠিন :(
মানবতা হারিয়ে গেছে

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।কঠিন ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৫

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ ......ভালোলাগে না তবু আমাদের এ সবের মধ্যে দিয়েই যেতে হবে :(
শুভেচ্ছা

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

কাবিল বলেছেন: কষ্ট পাইছি।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৮

রোকসানা লেইস বলেছেন: কষ্টের বহিপ্রকাশ এভাবেই করে যাই।
শুভেচ্ছা কাবিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.