নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

ছায়াপথের সীমানায়

০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:২২

সোনালী সময়গুলো কেমন উজাড় হয়ে যায়।
জলের ধারা উজানে যায় যেমন, সুদূর অতিত সাথে।
প্রতিবার ঘাস ফড়িং ও শালিকের ধানী রঙ মেখে, নেমে যাই অরণ্য গন্ধ হ্রদে।
শীতল ধারায় ধুয়ে নেই না বলা কথা।

কখনো মেখলা আকাশ হয়ে যাই তোমার বুকে মুখ রেখে।
আর্কিমিডেসের সূত্রের মতন ছলকে যায় অনেক কথন।
ইউরেকা শব্দে প্রাণবন্ত হয় শান্ত জগত।

বসন্ত সমিরণ বয় খা খা পথ জুড়ে।
রাত্রির নিরবতা মুখর করে ঘুঙ্গুর, কেউ হাসে কেউ কাঁদে।
আমি দু চোখ ভরে তুলে নেই শব্দের জোড়াল জোয়াল, কখনো চাষ করব বলে।
একলা বসে থাকে পথিক জনারণ্যে।

ইডিপাস ভাবনা অথৈ অতল, স্বর্গীয় ঐশ্বর্যপূর্ণ অথচ মলিন।
জরাজীর্ণ বিলীন পম্পেই নগরী অথবা তোহোকু আঘাত ।
ভয়ধরা শিরদাঁড়া সব হারানোর ব্যথায় কুঁকড়ে উঠে।

তবু চলমান ধাতব শব্দের মতন ক্রমাগত বয়ে যায়।
ভাবনার সুগভীর চাকা ক্লান্তিহীন তাড়িয়ে নেয়, সূর্যদোয় থেকে অস্তরাগে
প্রতি মূহুর্তের নিঃশ্বাসের মতন, বহমান জগৎ সংসার, ভালোবাসা সুনীল স্বপ্নে।
মিলে মিশে থাকে অবিচল।

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

সুদীপ্তা মাহজাবীন বলেছেন: ুন্দর লেখা । :)

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৬

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ সুদীপ্তা মাহজাবীন

২| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৫

রোকসানা লেইস বলেছেন: জেনে ভালোলাগল
শুভেচ্ছা কথাকথিকেথিকথন

৩| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বসন্ত সমিরণ বয় খা খা পথ জুড়ে।
রাত্রির নিরবতা মুখর করে ঘুঙ্গুর, কেউ হাসে কেউ কাঁদে।


চমৎকার লিখেছেন ।
অনেকদিন পর আপনাকে দেখে ভাল লাগছে ।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৮

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ গিয়াসলিটন।
অনেকদিন ভ্রমনে কাটল তাই

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ২:২১

সপ্ন সবুজ বলেছেন: আমার মনে দুঃখ শুধু তোমার কারনে
তুমি ছাড়া একা আমি থাকি কেমনে ।
তুমি ওগো এই মনে নেয়েছো যে ঠাই.....বাকিটুকু পড়ুন

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৯

রোকসানা লেইস বলেছেন: আপনার তো দারুণ বুদ্ধি স্বপ্ন সবুজ!

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটা ভ্রমন কাহিনী লিখে ফেলুন ----

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩৭

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ. লিখব

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:২২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩৮

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০

সপ্ন সবুজ বলেছেন: তাই

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৬

আমিনুর রহমান বলেছেন:



কবিতায় ভালো লাগা +

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৮

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ.....আমিনুর রহমান

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার লেগেছে কবিতা। ভাল থাকা হোক।

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩০

রোকসানা লেইস বলেছেন: জেনে খুব ভালোলাগল।
আপনিও অনেক ভালো থাকুন খেয়ালি দুপুরগুলোয় কিছু উড়োচিঠি

১০| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৪৪

অর্থান্তর বলেছেন: আপু কবিতা খান খুবয়েই মনে ধরছে , এতো ভালো লাইগছে না বুঝাতে পাইরব না । মনে মনে ভাইবতেছি ইরাম যদি লিখতে পাইরতাম !!

১১| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২

রোকসানা লেইস বলেছেন: অনেক শুভেচ্ছা জানবেন অর্থান্তর

১২| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৪

জাহাঙ্গীর.আলম বলেছেন: তবু বহমান জীবনধারা ৷ভাল লাগল পক্তিমালা ৷

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৬

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা জাহাঙ্গীর.আলম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.