নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

বদলে যায় জীবন বদলে যায় পৃথিবী এবার বদল হোক সুন্দরের পথে

২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫



বিশ্ব নারী সহিংসতা প্রতিরোধ দিবস আজ।
একটি দিবস ২৫শে নভেম্বরকে প্রতিক দিন করা হয়েছে নারী সহিংসতার বিরুদ্ধে। কিন্তু নারীরা প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে। ঘরে বাইরে কত ভাবেই নারী আক্রান্ত হয় প্রতি নিয়ত।
এসিড ছূঁড়ে পুরিয়ে মারা এক সময় ভয়াবহ আকার ধারন করেছিল। একটি সুস্থ সুন্দর মানুষকে এক নিমিশে বিকৃত ভয়ঙ্কর করে তোলার নির্মমতা যারা করতে পারে তারা মানুষ আকৃতির ভিতর কি ভয়ানক দানব ধারন করে থাকে তা ভেবে শিউরে উঠি।
এক মূহুর্তের হিংস্রতার যন্ত্রনা বয়ে বেড়ায় সারা জীবন আক্রান্ত মানুষটি।
বদলে যায় জীবন। বদলে যায় পৃথিবী।
শারীরিক সহিংসতা চোখে দেখে উপলব্ধি কিছুটা হয়ত করা যায়। কিন্তু অসংখ্যা নারী আপাত দৃষ্টির সুস্থ সুন্দর জীবনের আড়ালে বয়ে চলেছেন কি ভীষণ মানসিক যন্ত্রনা। তা চোখে দেখা যায় না। কিন্তু এসিডে পোড়া দগদগে ক্ষতর মতনই সে কষ্টে ধুকে ধুকে
নিঃশেষ হয় অসংখ্য নারী এই পৃথিবীর বুকে। কাছের নারী মা, বোন মেয়ে থেকে পাশের বন্ধাবী সব নারীর প্রতি মমত্ব বোধ জাগুক মানুষের মনে। নির্যাতন প্রতিরোধের চেতনায় উদবুদ্ধ হোক মন।
এসিড আক্রান্তদের কষ্ট ধারন করার চেষ্টা করেছিলাম এই ক্যানভাসে। বছর দশেক আগে।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

ফেরদৌসা রুহী বলেছেন: কাছের নারী মা, বোন মেয়ে থেকে পাশের বন্ধাবী সব নারীর প্রতি মমত্ব বোধ জাগুক মানুষের মনে।

মানুষের মানবতাবোধ জাগ্রত হোক।

ছবিটা দেখে কষ্ট লাগছে। কি পরিমান কষ্ট বয়ে বেড়ায় সারাজীবন তারা।

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১০

রোকসানা লেইস বলেছেন: আমাদের কষ্ট লাগে আর তারা বয়ে যায় কষ্টের বোঝা সারা জীবন।
মানুষ ভালোবাসুক মানুষকে।
শুভেচ্ছা ফেরদৌসা রুহী

২| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

হোসেন মালিক বলেছেন: ব্লগে এত নারী লেখালিখি করে ? আগে তো ইনাদের দেখি নাই

২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

রোকসানা লেইস বলেছেন: অপ্রাসঙ্গিক মন্তব্য! ব্লগে আপনি শিশু। এত তাড়াতাড়ি চিনা সম্ভব না। ব্লগারদের লেখা পড়ুন। লেখককে না

৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬

গেম চেঞ্জার বলেছেন: বদলে যায় জীবন বদলে যায় পৃথিবী এবার বদল হোক সুন্দরের পথে


শিরোনাটা যুৎসই হয়েছে। আসলেই যদি হতো- এবারের বদলানোটা সুন্দরের......। :|

২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ গেম জেঞ্জার। আশা করতে দোষ নাই। প্রতি মূহুতের চেষ্টা এক সময় প্রভাব ফেলবেই

৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:


বদলে যায় জীবন বদলে যায় পৃথিবী এবার বদল হোক সুন্দরের পথে

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৮

রোকসানা লেইস বলেছেন: লেখা থেকে অনুভব ছড়িয়ে পরুক মনে। সুন্দর হোক চারপাশ।
শুভেচ্ছা কান্ডারি অথর্ব

৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

বৃতি বলেছেন: বিশ্ব নারী সহিংসতা প্রতিরোধ দিবসের উদ্দেশ্য সফল হোক।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১১

রোকসানা লেইস বলেছেন: নারীদের উপর শারীরিক মানসিক নির্যাতন বন্ধ হোক সর্বস্তরে।
শুভেচ্ছা বৃতি

৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০২

দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা অনিঃশেষ।

সুন্দর হোক পৃথিবী। ভালো থাকুক পৃথিবীর প্রতিটি মানুষ।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:০০

রোকসানা লেইস বলেছেন: এই আশা সবার মনে জাগুক
শুভেচ্ছা দীপংকর চন্দ

৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পেইন্টিং টা আপনি করেছেন ?
অসাধারণ ?
আপনার পেইন্টিং নিয়ে কোন ব্লগ দেখেছি বলে মনে করতে পারছিনা ।

আপনাকেওতো প্রায় ভুলতে বসেছি =p~

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

রোকসানা লেইস বলেছেন: হ্যাঁ গিয়াস উদ্দিন লিটন পেইন্টিং টা আমারই করা। শেষ বক্তব্যে বলেছি, এসিড আক্রান্তদের কষ্ট ধারন করার চেষ্টা করেছিলাম এই ক্যানভাসে। বছর দশেক আগে।
আমার আঁকা ছবির পোষ্ট করিনি। তবে বিরঙ্গনাদের স্মরণ করে এঁকে ছিলাম, সেটা অনেক আগে পোষ্ট করেছিলাম।
আহা আমাকে ভুলে যেও না।
অনেক শুভেচ্ছা রইল। ভালো তেকো অনেক

৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

রক্তিম দিগন্ত বলেছেন: ফেরদৌসা রুহী বলেছেন: কাছের নারী মা, বোন মেয়ে থেকে পাশের বন্ধাবী সব নারীর প্রতি মমত্ব বোধ জাগুক মানুষের মনে।

মানুষের মানবতাবোধ জাগ্রত হোক।

ছবিটা দেখে কষ্ট লাগছে। কি পরিমান কষ্ট বয়ে বেড়ায় সারাজীবন তারা।


রুহী আপুর কমেন্টটাই কপি করে দিলাম। উনার কথাটাই ভাল।

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৯

রোকসানা লেইস বলেছেন: লেখা থেকে অনুভব ছড়িয়ে যাক মানুষের মনে। জাগ্রত হোক মানবতা।
শুভেচ্ছা রক্তিম দিগন্ত

৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৫

বাংলার ফেসবুক বলেছেন: এক মূহুর্তের হিংস্রতার যন্ত্রনা বয়ে বেড়ায় সারা জীবন আক্রান্ত মানুষটি।
বদলে যায় জীবন। বদলে যায় পৃথিবী। @অনেক সুন্দর পোষ্ট। পড়ে ভাল লাগলে । ভাল লাগা রেখে গেলাম সেই সঙ্গে আমার আইডিতে চায়ের নিমন্ত্রণ রইল।আপনার আসার অপেক্ষায় রইলাম কিন্ত। ধন্যবাদ।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ বাংলার ফেসবুক ভালো থেকো । আসব নিশ্চয়

১০| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বছরের একটি দিন নারী দিবস হিসাবে ঘোষুনা করে নারীদের আলাদা করে ফেলা হয়েছে .

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

রোকসানা লেইস বলেছেন: বছরে একটি দিন সব কিছুর জন্য প্রতিক হিসাবে গুরুত্ব দিয়ে ভাবা হয়। আলাদা করার কিছু নয়। যেমন জলবায়ু দিবস, পরিবেশ দিবস, ভালোবাসা দিবস। দিবসটি নারী দিবস না। নারী র্নিযাতনের দিবস।
নির্যাতন কিন্তু শুধু নারীতে সীমা বদ্ধ নয়। নির্যাতন চলছে নানা ভাবে, শক্তিমানের হাতে দূর্বলের।
ধন্যবাদ সাখাওয়াত হোসেন বাবন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.