নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

বহতা শ্যাওলা অথবা প্রবাল

৩১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৪৯


শেষবিকেলের আলো গা এলিয়ে আছে ক্লান্তিতে অবশ হয়ে। রোদ্দুর পর্ব তিনের আজ শেষ দিবস। এই উৎসবের ক্লান্তি ফুরাতে কিছু কথামালার আয়োজন হয়েছে। সেখানে সবুজ পাতার বনে বকুল ছড়িয়ে আছে। শিশিরদানা মুক্তহয়ে জড়িয়ে ধরে । হীম বাতাস বয়। চৌকোকাটা ঘরের রোদের কমলা রঙ আলো সোনালী হতে হতে গোলাপী আভায় রঙের টান ধরায়। ঝুপ করে নেমে যায় দিগন্তে। আর উৎসবের আয়োজনে বসা মানুষগুলো হুসহাস কথা বলে। সুর ভাজে পঙতি মালার দীর্ঘ পদাবলীর ছায়াময় আবেশ মাঝে মাঝেই ঝড়ো বাতাসের মতন কেঁপে কেঁপে উঠে।
নীলাঞ্জনার চোখ সৌমেনের ধুসর তারায় মায়ার চাদর বুনে। চারুপাঠের মতন কবিতার বেনুনী টানে বেহাগের বাঁশি হাতে ধিরেন। মৌটুসি নকসিকাটা লাল সবুজ আঁচল টেনে নেয় হীমেল হাওয়ায় আরেকটু জোড়সরো হয়ে। পাশে বসে থাকা স্বপ্নময়ের উত্তাপ চুরি করে ঘন হয়ে।
নিখাদ গলায় হঠাৎ বেহালার ঝরটানে ধ্রুবেস, চন্দনের ঘ্রাণ উঠে সুরঞ্জনার বুকে। রবীন্দ্রনাথ নেমে আসে পূর্ণিমার গলায় ঢেউয়ে ঢেউয়ে আশার সঞ্চার হয় প্রায় নিভ নিভু জীবনে আশামনির। চোখের কোল বেয়ে বয়ে যায় অশ্রুর ধারা ফুপানো গলা মিলিয়ে দেয় পূর্ণিমার সাথে। কোরাস ধ্বনী প্রতিব্ধনীত হয় অনিকেত, সুমন,জাহিদ মিঠু , পদাবলি,স্বর্ণময়ি, নাহিদ, জামির সুরে সুরে। ধীরলয়ে উচচনাদে কেঁপে যায় আকাশে চাঁদকে ছোঁয়ার অভিলাসে।বুকের ভিতর তোলপাড় তুলে। হৃদয়ের সূক্ষ তন্ত্রীগুলো নাচে গোপনে।
এরপর ঠিক কতদিন পরে আবার মাটির মোহনায় মিলিতে হবে কেউ জানে না। বর্ণগন্ধে ভরা এক বিশাল স্যুটকেস হাতে ছড়িয়ে পরছে উত্তরে দক্ষিণে, ঈষানে নৈঋতে । আদিবাসের সময়গুলো সাথে, প্রাচীন জলরাশির শ্যাওলার ঘ্রাণ বুকে। ঝর্ণাধারার শব্দ ধারন করে। ভরে নিয়েছে ঝুড়িতে বাঁশির ব্যঞ্জনা, কত্থকের ছন্দ। অভিমান বিরাগ নৈবিদ্যের মতন ভাসিয়ে দিয়েছে জলে। ওরা সাথে করে নিয়ে যেতে চায় শুধু ভালোবাসার উজ্জ্বলতা সূর্যের টিপ।
খুব ইচ্ছে স্বপ্নের চাবি হাতে র্দূদান্ত ঝঞ্জার মতন নৃত্য করবে হুল্লোর ও সুখের ঢেউয়ে মাতিয়ে দিবে রঙিন করবে পৃথিবী। আকাশকে ডাকবে হাতছানীতে। অথচ বৃষ্টির মতন কান্না ঝরে যাচ্ছে বিষন্নতা গুমরে গুমরে কাঁদছে মেঘ নিনাদ।
পায়ে পায়ে দূর্বাদল মাড়িয়ে প্রথম সূর্যদোয়ের আহ্বানে অনিকেত সময় মহুয়ার ঘ্রাণ, চন্দনার সুর পিছনে রেখে। নতুন ব্যালকুনিতে পা রাখার জন্য এগিয়ে যায় ভালোবাসার গানে তানে।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


মুগ্ধতা +++

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

রোকসানা লেইস বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা কান্ডারি অনেক ভালো থেকো

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৩

রোকসানা লেইস বলেছেন: থ্যাংস হ্যাপী নিউ ইয়ার

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

তানজির খান বলেছেন: দারুণ লিখেছেন। মুগ্ধতা নিয়ে আছি আর পড়ছি। শুভেচ্ছা রইল নতুন বছরের।

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৪

রোকসানা লেইস বলেছেন: অনেক ভালোলাগা শুভ কামনা নতুন বছরের তানজির খান

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো। অনেক।

অনিঃশেষ শুভকামনা।

নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ দীপংকর চন্দ ......শুভেচ্ছা ২০১৬

৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: খুব ইচ্ছে স্বপ্নের চাবি হাতে র্দূদান্ত ঝঞ্জার মতন নৃত্য করবে হুল্লোর ও সুখের ঢেউয়ে মাতিয়ে দিবে রঙিন করবে পৃথিবী। আকাশকে ডাকবে হাতছানীতে। অথচ বৃষ্টির মতন কান্না ঝরে যাচ্ছে বিষন্নতা গুমরে গুমরে কাঁদছে মেঘ নিনাদ।

নতুন বছরের শুভেচ্ছা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

রোকসানা লেইস বলেছেন: অনেক শুভকামনা ও শুভেচ্ছা মাহমুদুর রহমান সুজন

৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩৪

মহান অতন্দ্র বলেছেন: নিউ ইয়ারের শুভ কামনা। আর ভাল লাগল লেখা।

১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ মহান অতন্দ্র

৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১

অগ্নি সারথি বলেছেন: সুন্দর। শুভকামনা জানবেন।

১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা অগ্নি সারথি

৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: কিছু কিছু শব্দের ব্যবহার মুগ্ধ করে দিল। অনেক চমৎকার লিখেছেন।

নতুন বছরের শুভেচ্ছা আপু।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

রোকসানা লেইস বলেছেন: ভালোলাগা মাহবুবুল আজাদ
নতুন বছরের শুভেচ্ছা

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার শব্দচাষ।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

রোকসানা লেইস বলেছেন: অনেক শুভেচ্ছা এবং অনেকদিন পর দেখলাম প্রোফেসর শঙ্কু
সব ভালো তো।

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর !!! ++++++্

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯

রোকসানা লেইস বলেছেন: ওরের বাব এত্ত প্লাস :)

শুভেচ্ছা গিয়াস লিটন।

১২| ২০ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৭

মনিরুজ্জামান জীবন @ বলেছেন: মুগ্ধমন্ত্র লেখা কবি।

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা মনিরুজ্জামান জীবন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.