নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

আলৌকিক আশা

২৫ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৮

নক্ষত্রের রাত ছিল, ছিল আগুনের আলো। কাঠ পুড়ানো ঘ্রাণ
বহু দূর থেকে আসছিল ভেসে লৌকিকতার গান।
আনন্দময় প্রাণ ছিল সুর ও তানে।
গিটারের টুংটাং ও গুনগুন কণ্ঠে তোমার, স্বপ্ন ছিল স্বাধীনতার।
বাতাসে হাতছানি ছিল সুদূর পরাবাস্তব
উজ্জ্বল সহজীয়া আলৌকিক জীবন।
আলেয়ার মতন ডাকছিল।
অথচ চারপাশ অন্ধকার ভয়ংকর আতংক ছিল ঘিরে।
জলপাই ট্যাংক বুটের শব্দ রক্তাক্ত শব।
হিংস্র হাসি, ক্রোড়চোখ উন্মাদ উল্লাস।
অন্ধকারে বারুদের ভালোবাসা ঘাসের বনে
সময়গুলো দীর্ঘ ছিল ভয়ার্ত শংকা ছিল
মূর্হুমূর্হ বাজছিল ড্রাম বিট,
গ্রেনেড খই ফোটা গোলার শব্দ।
জীবন মরণ সেতুর মাঝে একবুলেট দূরত্ব।
মরীচিকার আশায় তবু মন হাসছিল,
আমাদের মনে যুগিয়েছিল আশা।
লাল সবুজ পতাকা অনেক ভালোবাসা।
অন্ধকার রাত, তারার আলো, ঘাসের বনে বিজয় আনন্দ।
সেই রাতে কি যেন, ছিল মন ছোঁয়া দূরন্ত উচ্ছ্বাস
নয়মাসে জন্ম হাওয়া শিশুর কান্না
আমাদের মুখে হাসি, চোখ জলে ভাসছিল।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৬

ধ্রুবক আলো বলেছেন: নয়মাসে জন্ম হাওয়া শিশুর কান্না
আমাদের মুখে হাসি, চোখ জলে ভাসছিল। আনন্দ অশ্রু।
কবিতায় +++ দারুন লেখনি

দশম লাইনে একটু এডিট করে নিবেন।

২৬ শে মার্চ, ২০১৭ ভোর ৪:৫৭

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা
ঠিক শব্দটা ভেঙ্গে গিয়েছিল। ঠিক করে দিলাম।

২| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: বহু দূর থেকে আসছিল ভেসে লৌকিকতার গান -- চমৎকার!
কিছু টাইপোঃ
হাতছানী < হাতছানি, উল্লাশ <উল্লাস, গ্রেনেট < গ্রেনেড, মরন <মরণ, মরীচীকা < মরীচিকা, দূরন্ত < দুরন্ত, উচ্ছাস < উচ্ছ্বাস

২৬ শে মার্চ, ২০১৭ ভোর ৪:৫৯

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য এবং ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য।
অনেক সময় নিজের চোখে পড়ে না অনেক সময় তাড়াহুড়ায় চোখে পরে না।
শুভেচ্ছা রইল

৩| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩০

মিঃ আতিক বলেছেন: "অথচ চারপাশ অন্ধকার ভয়ংকর আতংক ছিল ঘিরে"




জী, আতংক আজো কাটেনি।
গুম আর খুন হওয়ার আতংক;
রক্ত আর জীবনের বিনিময়ে
অর্জিত স্বাধীনতা খোয়ানোর আতংক
স্বাভাবিক মৃত্যু না হওয়ার আতংক।

২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫৪

রোকসানা লেইস বলেছেন: অপেক্ষা তবু এই সব দূর্ভোগ কেটে সত্যিকারের স্বাধীনতা পাওয়া
শুভেচ্ছা মিঃ আতিক

৪| ২৬ শে মার্চ, ২০১৭ সকাল ৮:০১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, টাইপো গুলো সম্পাদনা করে নেয়ার জন্য। এখন আপনার এ সুন্দর কবিতাটা পড়তে আরো ভাল লাগছে।
ভুল উল্লেখ করলে অনেকে বিরক্ত হন এবং প্রতিক্রিয়া দেখান। আপনি এটাকে অনেক স্পোর্টিংলী নিয়েছেন, সেজন্য আবারো ধন্যবাদ জানাচ্ছি।

২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫৫

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান। ভুল তো মানুষেরই হবে।
ভুল না হলে রোবট হয়ে যাবো।
অনুভুতি নিয়ে মানুষ থাকতে চাই।
শুভেচ্ছা রইল

৫| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১০

ঔপন্যাসিক জিল্লুর রহমান বলেছেন: আপনার লেখা খুব ভালো। আমি আজই প্রথম পড়লাম। চালিয়ে যান। সঙ্গে আছি।

২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১৯

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ ঔপন্যাসিক জিল্লুর রহমান।

৬| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: প্রতিটা শব্দ পাঠের সাথে সাথে যেন এক একটা ছবি মনের আয়নায় উঁকি দিয়ে গেল!:)


সুন্দর লিখেছেন !:)


প্লাস!:)

২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৭

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা বিলিয়ার রহমান

৭| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ২:০০

মুশি-১৯৯৪ বলেছেন:
দৃষ্টি নেই, কিন্তু আজো রক্তের সুতীব্র ঘ্রাণ পাই,
কানে আসে আর্তনাদ ঘন-ঘন........

২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৯

রোকসানা লেইস বলেছেন: আর্তনাদ না শোনার জন্য কি বঃবস্থা করা যায়

শুভেচ্ছা মুশি-১৯৯৪

৮| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো শব্দে শব্দে দ্রোহ।

৯| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১০:২০

রোকসানা লেইস বলেছেন: দ্রোহ আমাদের পিছু ছাড়ছে না যে।
শুভেচ্ছা

১০| ১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:২৭

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা লিখেছেন দারুন
নক্ষত্রের রাত ছিল, ছিল আগুনের আলো। কাঠ পুড়ানো ঘ্রাণ
বহু দূর থেকে আসছিল ভেসে লৌকিকতার গান।
আনন্দময় প্রাণ ছিল সুর ও তানে।

শুভেচ্ছা রইল

১১| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৪

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ
কবিতায় ঘুরে বেরানোর জন্য।
ভালো থাকবেন

১২| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩২

সব্যসাচ১ বলেছেন: উজ্জ্বল সহজীয়া আলৌকিক জীবন - খুব সুন্দর খুব সুন্দর

অনুরধ রইল এমন আরও কিছু লাইনের।

১৩| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৯

রোকসানা লেইস বলেছেন: ভালোলাগল জেনে ভালোলেগেছে।
সব তো এক রকম হবে না সব্যসচ১
নিজের মতন গড়িয়ে যাবে আপন খেয়ালে
শুভেচ্ছা রইল

১৪| ২৪ শে মে, ২০১৭ রাত ২:২২

নক্ষত্র নীড় বলেছেন: পড়তে ইচ্ছে করে এরকম লেখা লিখছেন । লিখলেই তো আর হয়না,পড়া যায়না ।লেখার জন্যে আপনাকে ধন্যবাদ ।

১৫| ২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:২৭

রোকসানা লেইস বলেছেন: ভালোলাগলে পড়ুন আরো।
শুভেচ্ছা। নক্ষত্র নীড়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.