নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

চক্র

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

প্রেম, সুরা বা রঙিন আলোয় ঝুম নৃত্যে- বুঁদ হওয়া জীবন অনেক ভালো
দেখতে হয় না, অন্য জীবন রঙিন জীবন,
পিঠের ছাল তুলে নেয়া কান্নাগুলো
ব্যাপার খুব বেশী কিছু নয়; ক্ষুদার জ্বালায় চুরি।
তাতেই ধরে বেশ পিটানো, হাত ভেঙ্গে, পা মটকে দেয়া,
প্রচণ্ড রাগ নৃত্য, উল্লাশ দেখার চেয়ে-
ধূঁয়ার বনে বরং ডুবে থাকি।
চারপাশে বিচার চলুক। খানকী মাগী বেশ্যা আর ছিঁচকে চোরের।
প্রসাদ নিয়ে আড্ডা হবে মহারথীর। হাসির দমক উপচে পরবে
ব্যালেন্স যেমন উপচে আছে দেশে বিদেশে নামে, বে নামে।
সুখের সাগর.. পোষাকি নাম , পদের বাহার গ্রাহ্য করে মানুষ বেশ।
কত যত্নে পাওয়া হলো- হুমকি ধমক, পিঠের চামড়া তুলে নিয়ে।
আড্ডা শেষে বন্ধ ঘরে আনকোড়া মেয়ে ...সুখ দিবে..গরিব ঘরে টাকা যোগাবে।

ধ্যাতেরি ছাই,,আমেজ ভরা মাথার রেশটা কেটে গেল,
ভোলার সুখ, ধোঁয়ার সুখ, খিচেরে গেলা ..
এই ধোঁয়ার সুখ, জমবে আবার ওদের ঘরেই
চামড়া ছিলা রক্তে রাঙ্গা হাত লিখবে চেক বুক...
আহ্!


মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:




কবি বুকে রক্তক্ষরণ প্রতিটি অক্ষর ভাজে....

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

রোকসানা লেইস বলেছেন: যন্ত্রনার নির্ঘন্ট রাঁধি কাঁন্না চোখে


শুভেচ্ছা ভ্রমরের ডানা

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৯

রাজীব নুর বলেছেন: আসলেই চক্র। আমরা এই চক্রে বন্ধী।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৫

রোকসানা লেইস বলেছেন: মনে হচ্ছে সময় হয়েছে চক্র ভাঙ্গার শুধু আরো কিছু এমন সাহসী নিয়ম মানা মানুষ আমাদের চাই। এই যেমন যারা থামিয়ে দিচ্ছে উল্টোপথে চলা গাড়ি তেমন থামিয়ে দিক সব উল্টো চলা

শুভেচ্ছা রাজীব নুর

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩২

ডঃ এম এ আলী বলেছেন: বেশ প্রতিবাদী গনমুখী কবিতা
পাঠে মুগ্ধ ।
মনে হয় বলি হে সু-দর্শন চক্র প্রকট হও
চারপাশে বিচার চলুক
ছিন্ন ভিন্ন করে দাও তাদেরকে
সুদর্শন চক্রের আঘাতে আঘাতে।

ঠিকই বলেছেন
প্রেম, সুরা বা রঙিন আলোয় ঝুম নৃত্যে- বুঁদ হওয়া জীবন অনেক ভালো
তাইতো এখন ঝুম নৃত্যের সাথে দেখেন গোয়ালিনী নৃত্য

অনেক শুভেচ্ছা রইল ।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৮

রোকসানা লেইস বলেছেন: মুগ্ধ হয়েছেন জেনে প্রীত হলাম। আমি মুগ্ধ হতাম সত্যি যদি এসব খবর দেখতে না হতা।
মানুষ মানবিক গুণে সবাইকে ভালোবাস তো শুধু।
গোয়ালিনী নৃত্য বেশ লাগল
নতুন নাম জানা ছিল না

অনেক শুভেচ্ছা রইল

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: ধ্যাতেরি ছাই,,আমেজ ভরা মাথার রেশটা কেটে গেল,
ভোলার সুখ, ধোঁয়ার সুখ, খিচেরে গেলা ..
এই ধোঁয়ার সুখ, জমবে আবার ওদের ঘরেই
চামড়া ছিলা রক্তে রাঙ্গা হাত লিখবে চেক বুক...
আহ্!




দারুণ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৩

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা মাহবুবুল আজাদ

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫০

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো কবিতাটি। মনে হলো স্পষ্টতই কঠোর প্রতিবাদ করা হলো সমাজের সব অসঙ্গতির বিরুদ্ধে। কবিতা উপভোগ্য লেগেছে। অনেক শুভেচ্ছা। জানার জন্য একটি জিজ্ঞাসা, 'মহি রথী' শব্দটা কি 'মহারথী'র টাইপো হয়ে গেছে?
সবমিলিয়ে কবিতাটি আমাকে বেশ আবেশিত করেছে।

৭| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৯

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ প্রিয় অর্ক।
ঠিক ধরেছো আবারও ধন্যবাদ ঠিক করে দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.