নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

উড়ে যাওয়া

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৯

মেঘলা আকাশ বিষন্নতায় শুয়ে আছে।
রঙিন পাতারা উড়ে যাচ্ছে শেষ বেলার গান গেয়ে।
ধানী রঙ মাঠে কাঁচপোকা ঘর বাঁধে
উড়ে যাবার আগে পাখিগুলো বিনিময় করছে প্রাণের কথা-
ফিরে এসে দেখা হবে তো আবার।
আসন্ন সময়ের প্রস্তুতি, প্রকৃতি জুড়ে
আমি শুধু এলোমেলো
গানের মুখ না কি অন্তরা কে বেশী হৃদয় দিগন্ত ছূঁয়ে দিল
ভাবনায় বিভোর
কতটা পথ হাঁটলে পাখির ফেলে যাওয়া.. পালক কুড়াব
ফিরে আসলে মিলাব বলে, তুলে রাখব যতনে
উদাসী মাতাল হাওয়ায় বয়ে যাব নিরবধি-
সবুজ মাঠে মিলনের স্পর্শ বয়ে।
চুম্বনের স্বাদমাখা সোনালি স্মৃতির গাঙ্গে
এলোমেলো এলোমেলো এলোমেলো....





মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৩২

চাঁদগাজী বলেছেন:


অনেক এলোমেলো, অনেক এলোমেলো ভাবনার কথা

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৭

রোকসানা লেইস বলেছেন: শুধু এলোমেলো চোখে পরল :)
ভালো আছেন আপনি
শুভেচ্ছা রইল

২| ১৬ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:১১

জাহিদ অনিক বলেছেন:


চুম্বনের স্বাধমাখা সোনালি স্মৃতির গাঙ্গে
এলোমেলো এলোমেলো এলোমেলো....
- ভাল লাগলো খুব

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৯

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ
শুভ কামনা জাহিদ অনিক

৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:১২

এম এ কাশেম বলেছেন: চুম্বনের স্বাধমাখা সোনালি স্মৃতির গাঙ্গে
এলোমেলো এলোমেলো এলোমেলো.... তরঙ্গমালা।

শেষে একটা শব্দ জুড়ে দিলাম কবি।

সুন্দর।

শুভেচ্ছা,

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৪

রোকসানা লেইস বলেছেন: হা হা হা আচ্ছা তরঙ্গমালা"
তবে আমি ওপেন রাখার পক্ষে

শুভেচ্ছা রইল

৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: পারসনাল ইমোশন এন্ড সাবজেক্টিভিটির উপস্থিতি কবিতায় স্পষ্ট!


কবিতায় ব্যাবহৃত ইমেজেরিগুলো সুন্দর হয়েছে! আমি যেন চোছ বন্ধ না করেই মনের আয়নায় মেঘলা আকাশ, রঙীন পাতার উড়ে যাওয়া, ধানী রঙের মাঠের ছবিগুলো দেখতে পাচ্ছি!


+

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৭

রোকসানা লেইস বলেছেন: কবিতা পারসনাল থাকে না থাকতে হয় না। :)
আপনার মানসচোখে ছবিটা ধরিয়ে দিতে পারলাম বলে ভালোলাগছে
দেখতে থাকুন

শুভেচ্ছা রইল

৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৬

ময়না বঙ্গাল বলেছেন: বীণাতে মোর
কাঁদিয়া ওঠে
তোমারই ভৈরবা
মুকুল মন সুবাসে তব গোপনে -একটি রবীন্দ্র পঙতি

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৬

রোকসানা লেইস বলেছেন: সজনে বিজনে, বন্ধু, সুখে দুঃখে বিপদে-
আনন্দিত তান শুনাও হে মম অন্তরে

শুভেচ্ছা

৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটি লাগছে

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৭

রোকসানা লেইস বলেছেন: আমারও
ধন্যবাদ
দিশেহারা রাজপুত্র

৭| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর।

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:০৬

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা স্বপ্নবাজ অভি
অনেকদিন পর

৮| ১৯ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪৯

নাসির আল মাহমুদ বলেছেন: ভালো লাগলো।

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৩

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ
নাসির আল মাহমুদ

৯| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৬

অপ্‌সরা বলেছেন: আজকের মেঘলা আর গুড়ি বৃষ্টির আকাশ আমাকে মুগ্ধ করেছে সাথে তোমার কবিতাটাও আপুনি!

অনেক অনেক ভালো লাগা!

২২ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:৫৭

রোকসানা লেইস বলেছেন: অনেক শুভেচ্ছা অপসরা
ভালো থেকো সব সময়

১০| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২২

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৮

রোকসানা লেইস বলেছেন: অনেক শুভেচ্ছা থাকল

১১| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৭

মেহেদী হাসান তামিম বলেছেন: ভালো লাগলো। সাধমাখা নাকি স্বাদমাখা? কোনটা হবে

১২| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩০

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ মেহেদী হাসান তামিম
হুম স্বাদমাখা হবে

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

খায়রুল আহসান বলেছেন: এলোমেলো ভাবনাগুলো পড়তে পড়তে মনটা উদাস হয়ে গেল! বড় ভাল লাগলো।
প্রথম পংক্তিটাই চমৎকার হয়েছে। একটা সুন্দর ছবি তুলে ধরেছে। বাকী কথাগুলো সে ছবিটাকে সাজিয়েছে।
কবিতায় ভাল লাগা + +

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

রোকসানা লেইস বলেছেন: অনেক শুভেচ্ছা খায়রুল আহসান।
সময় এমনই হয় মাঝে মাঝে
ফিরে যাওয়া আর ফিরে আসায় মানুষেরও বসবাস পাখিদের মতন।
২০১৭ চলে যাচ্ছে ২০১৮ ফিরে আসুক অনেক ভালোবাসা নিয়ে।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.