নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

রহস্য

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১:১৯


এক দুই তিন না আরো বেশী কত দিন কত বছর কেটেছে
অযুত ভালোবাসার সময় পেরিয়ে গেছে দূরে--
আজকাল খুব মনে পরে, আনন্দগুলো কেমন পায়রার মতন মুখ লুকিয়ে বুকের ভিতর ছিল।
শরতের মেঘ ভাঙ্গা দিন, নরম শিশির দিন, কাঁচের চুড়ি রিনিঝিনি বাজত বুকে
আয়ত চোখের পল্লব, টানটান পেশীর বাঁধন
ছূঁয়ে দিলে মেঘবৃত্ত মায়ায় জড়িয়ে, উড়ত পাখির পালক।
আকাশ হয়ে যেতাম যার কোন দিগন্ত নেই, কাঁটা তারের বাঁধন নেই- নেই সমাজের শাসন।
কদম অনুভূতি, ঝেঁটিয়ে বিদেয় করল পাষন্ড নিয়ম।
তারপর ....তারপর রোদ উঠল বৃষ্টি ভেঙ্গে..রামধনুর চোখে চোখ রেখে
আমরা, সরে গেলাম জাগতিক সংসারে।
হাসি মুখ ঘিরে গড়ে উঠল প্রাসাদ ; বাইরে চাকচিক্য ভিতরে অশ্রুধারা।
মনে মনে সেতু ভাবনার পথ, পেরুতে থাকল তুষার হিমবাহের মতন।
জমাট আগ্নেয়গিরি। স্ফূরন হলে ধ্বংস হবে।
পুরানো ঠিকানায় নীল চিঠি ইচ্ছে হলেই দেয়া যেত
সংখ্যাগুলো আঙ্গুলের ডগায় ; কানেকশন টিপে দিলেই পাওয়া যেত কণ্ঠ
ইচ্ছে পাখিরা দূরে সরে গেছে অবিরাম অভিমানে
সমাজ, শাসন জলের উজান ঠেলে।
শুনতে পেলাম হারিয়েছে চির চেনা অনেকেই। স্বাভাবিক এবং অস্বাভাবিক ভাবে।
একদিন আমাদের সময় এলে আমরাও চলে যাবো মায়া ফেলে দূরে।
আরেকবার দেখা পাওয়ার প্রত্যাশা না করে।
ইতিহাস কথা বলবে। ভাবনার জ্বলেস্বরী আপন মনে শুয়ে থাকবে মনে।
বাঁকা চাঁদ তখন আকাশে, পাইনের বনে ঝিলিক লাগেনি তখনও
গোলাপী সূর্যাস্ত আকাশ মনের ভুবন জুড়ে, শীত বাতাসে চমকে উঠার মতন জেগে উঠলাম একি তুমি
কেমন করে এলে, এই রাইনের বনে।
অদ্ভুত ভুঁতুড়ে বাতাস চিরদিনই ঘিরে থাকল রহস্যময়তায়।




মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ২:২৬

ডঃ এম এ আলী বলেছেন:
বেশ অনেক দিন পরে
এলাম ব্লগে পেলাম
বেশ রহস্যময় কবিতা ।
কবিতা পাঠে মনে হল
মেঘ পাড়ায় লুকিয়ে থাকা
শান্ত বিকেলের রোদ
বৃষ্টি রাতের শীতল হাওয়ায়
কাঁথা জড়ানো স্বপ্ন ঠাসা
এলো মেলো সব ভাবনাই
ঠাই পেয়েছে কবিতায়,
মনে হল ভাবনারা সব
আদরে ভরিয়ে দিছে
অতীতের সুখ সৃতিগুলি ।

আবেগ অনুভূতি দিয়ে কবিতা লেখা
অন্ধকারে রাত জাগা পাখি হয়ে জেগে থাকা,
পূর্নিমার রাতে বসে বসে পাইনের বনে তাকিয়ে থাকা ,
যথাসময়ে প্রিয়তমার স্মৃতিগুলো রোমন্থন করা,
নিজের দুঃখগুলোকে পুড়িয়ে ফেলারই চেষ্টা।
রাত্রি যতই হোক না বিষাদময়,
ভোর ঠিকই আসবে পুরাতন সূর্যের
নতুন আলোয় পাইনের বনে ।
মনের অজান্তে অগোচরে
যত কিছুই হোক না করা
সুর্য্যাস্তের মতো শেষ সময়ে এসে
নিজেকে যেন হারিয়ে যেতে না হয়
সে কামনাই রইল ।




১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২০

রোকসানা লেইস বলেছেন: বেশ অনেক দিন পরে
এলাম ব্লগে পেলাম

তাই তো দেখছি। প্রিয় পাঠক এবং মন্তব্যকারীর অনুপস্থিতি ভাবাচ্ছিল।
যাক ফিরে এসেছেন এটাই আনন্দের।
বিশাল কবিতাখানী মন্তব্যের ঘরে
ছন্দে ছন্দে বড়ই মনোমুগ্ধকর..লিখেছেন।
আপনার মতন আমারও চাওয়া কোন স্মৃতির জন্য নিজেকে যেন কারো না হারাতে হয়।
জীবনের সাথে তাল মিলিয়ে মানুষ চলতে শিখুন।
ভালোলাগল আপনার উপস্থিতি। ভালো থাকবেন
পুরানো লেখার ঘরে সময় করে যাবেন
শুভকামনা

২| ১৮ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৩১

স্রাঞ্জি সে বলেছেন: ভাল লা কবিতা।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২১

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ স্রাঞ্জি সে

৩| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩২

কাইকর বলেছেন: চমৎকার

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:১১

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ কাইকর

৪| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:১১

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা রাজীব নুর

৫| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর লেখা ।।অভাবনীয় সুন্দর ভাবনা

২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৩

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ

৬| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫১

ঋতো আহমেদ বলেছেন: ভালো লিখেছেন। ভাবছি আর একটু জল হলে কেমন হোতো

৭| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১:৩০

রোকসানা লেইস বলেছেন: বেশী জল পেলে কাঁদামাখা হয়ে যাবে হে হে
শুভেচ্ছা

৮| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৭

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর হয়েছে, ভালো লাগলো। :)

৯| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৬

রোকসানা লেইস বলেছেন: আমারও ভালোলাগল জেনে পাঠে ভালোলাগা দিতে পেরেছে কবিতা।

ভালো থাকবেন অতঃপর হৃদয়

১০| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১২:২১

ভ্রমরের ডানা বলেছেন:

চমৎকার!

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৭

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.