নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

সামুর কি অসুখ করেছে

০২ রা জুন, ২০২৩ রাত ১১:৫০

অনেকদিন সামুতে লেখা দিতে পারছি না। ছিলাম ভ্রমণে এবং ব্যাস্ততায়। এখন লেখা দিতে এসে দেখি সামুর যেন কি অসুখ হয়েছে। যারা আমার ব্লগে মন্তব্য দিয়েছেন তাদের মন্তব্য দেখতে পাইনা। উত্তর দিব কি। আর উত্তর দিলেও তারা দেখতে পাবেন না।
অন্যদের লেখায়ও কোন মন্তব্য দেখা যাচ্ছে না। কিছু লেখা আছে এবং অল্প মন্তব্যও কিন্তু মন্তব্য দেখা যাচ্ছে না।
আসা করি সামুর স্পেশাল ডাক্তাররা খুব শীঘ্রই সামুর অসুখ ভালো করে ফেলবেন।
মন্তব্য নিয়ে অনেক যন্ত্রনা অনেক ঝগড়া, মন কষাকষি অনেক কিছু চলে। কিন্তু এই মন্তব্যই সামুর প্রাণ। যোগাযোগের মাধ্যম ব্লগাদের মধ্যে।
মন্তব্য ছাড়া সামু নিষ্প্রাণ মনে হচ্ছে। মন্তব্য দিতে না পারলে ব্লগাররা আরাে নিষ্ক্রিয় হয়ে পরবেন, যারা এখনও আসছেন। তাই সুস্থতা জরুরী দ্রুত।
আবার জমে উঠুক মন্তব্যের মাধ্যমে আড্ডা ভালোবাসা যোগাযোগ।
বড় লেখা আপাতত পোষ্ট করলাম না। আর কটাদিন সবুর করি .....সামু সুস্থ হয়ে উঠার।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। লেখা লিখে রাখুন যাতে সামু সুস্থ হওয়ার সাথে সাথে লেখা নিয়ে ঝাঁপিয়ে পরতে পারেন।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২৩ রাত ১২:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি তো লাকি। এখন সুস্থ হয়ে গেসে, মন্তব্য দেখা যাচ্ছে।

০৩ রা জুন, ২০২৩ দুপুর ১:১১

রোকসানা লেইস বলেছেন: তাই তো দেখছি। আমার আগমনে সামু ভালো হয়ে উঠেছে।
খুব ভালোলাগছে নর্মাল অবস্থা দেখে।
শুভেচ্ছা মোহাম্মদ গোফরান

২| ০৩ রা জুন, ২০২৩ রাত ১২:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: - সামু সেরে উঠেছে।

০৩ রা জুন, ২০২৩ দুপুর ১:১৩

রোকসানা লেইস বলেছেন: আবার জমুক কথা, আনন্দের হাটবাজার।
সামুর সুস্থ্য থাকা খুব দরকার।
শুভেচ্ছা মরুভূমির জলদস্যু

৩| ০৩ রা জুন, ২০২৩ রাত ১২:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: সামুর অসুখ করেছিল। কিন্তু এখন আগের চেয়ে একটু সুস্থবোধ করছে ওষুধ খাবার পরে। :)

০৩ রা জুন, ২০২৩ দুপুর ১:১৮

রোকসানা লেইস বলেছেন: ইস সামুরও অসুখ হয় যাক করোনার মতন মহামারী কিছু হয়নি এটাই স্বস্তির খবর।
ডাক্তাররা খুব ভালো চিকিৎসা করেছেন ধন্যবাদ তাদেরকে।
শুভেচ্ছা সাড়ে চুয়াত্তর

৪| ০৩ রা জুন, ২০২৩ ভোর ৪:২৩

চারাগাছ বলেছেন:

এন্টিবায়োটিক চলছে। কিছুটা ভালো আছে।

০৩ রা জুন, ২০২৩ দুপুর ১:২০

রোকসানা লেইস বলেছেন: মনে হয় এন্টিবায়োটিক কোর্স কমপ্লিট হয়েছে এখন তো পুরো সুস্থ দেখতে পাচ্ছি।
সবাই আনন্দে মাতুক সামুর সুস্থতা ঘিরে।
শুভেচ্ছা চারাগাছ।

৫| ০৩ রা জুন, ২০২৩ ভোর ৪:৩৮

মিরোরডডল বলেছেন:



লেইস আপু সামু একরাত একদিন আইসিউতে ছিলো। তারপর কেবিনে ট্রান্সফার করলেও গুরুতর অসুস্থ ছিলো।

কিন্তু গুড নিউজ হচ্ছে সামুকে ভিজিট করতে হসপিটালে তোমার পদার্পনের পরপরই সামু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে :)

আমি সিওর লাস্ট কিছুদিন সামুর ডক্টররা অক্লান্ত এফোর্ট দিয়েছে।
ডক্টরদের থ্যাংকস।

আবার জমে উঠুক মন্তব্যের মাধ্যমে আড্ডা ভালোবাসা যোগাযোগ।



০৩ রা জুন, ২০২৩ দুপুর ১:৩০

রোকসানা লেইস বলেছেন: আমি তো বেশ কদিন পরে ঢুকে ভ্যাকাচ্যাবা অবস্থায় পরেছিলাম। আমি দেখছি না নাকি নতুন নিয়ম এসেছে মাথায় ঢুকছিল না
তবে সবচেয়ে বড় যে অবস্থাটা হলো, অসহায় লাগছিল।

অনেক জরুরী অবস্থার মধ্য দিয়ে গেছে আমি শুধু শেষ টুকু দেখলাম।
অবশ্যই ডাক্তারদের বিশাল ধন্যবাদ।

সাথে আমার হয় তো আরেকটু আগে পর্দাপণ করা দরকার ছিল। মিরাকল মে বি আমার আসার সাথেই ঠিক হয়ে যাওয়ার সম্পর্ক তাই না মিরোরডডল।
আবার জমে উঠুক মন্তব্যের মাধ্যমে আড্ডা ভালোবাসা যোগাযোগ।
শুভেচ্ছা মিরোরডডল

৬| ০৩ রা জুন, ২০২৩ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: হ্যাঁ অসুখ করেছিল। এখন সেরে গেছে।

১৫ ই জুন, ২০২৩ রাত ১১:১৮

রোকসানা লেইস বলেছেন: হ্যাঁ দেখেছি। কিন্তু সুস্থ হওয়ে যাওয়ার পর বেশ কিছুদিন আসার সময় পাচ্ছি না সামুতে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.