নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

মার্কিনী বনাম ইরানি

০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ২:২৬

জামকরন মসজিদের মাথায় ধর্মীয় পতাকা উড়তে দেখা যায়। ইরানে মসজিদের চূড়ায় লাল পতাকা লাগিয়ে দেওয়ার অর্থ যুদ্ধ ঘোষণা। এ ঘটনা প্রথম নয়, এর আগে ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতেও মসজিদের চূড়ায় লাল পতাকা উড়তে দেখা গিয়েছিল। এখন দেখার বিষয় কি হয়? বর্তমানে বিশ্ব শক্তিতে কয়েকভাগে বিভক্ত। আমেরিকার বুঝে শুনে লড়তে হবে। সুযোগ পেলে মার্কিনীদের যে কোন হাল করে দিতে পারে চায়না, রাশিয়া কোরিয়া করে দিতে পারে। তবে সরাসরি আক্রমণের চিন্তা এখন মার্কিন সরকার করবে না। ইরান ও যে ছেড়ে দিবে তা নয়।চোরাগোপ্তা হামলা চালাবে। একটা জিনিস মনে রাখা ভালো মার্কিনীদের বন্ধু যেমন আছে শত্রু ও আছে কিন্তু ওরা জিতে যায় ঘরের পোষা কিছু গাদ্দার আর অর্থের জোড়ে সাথে অস্ত্র ও আছে। তবে বিশ্ববাসী একদিন মার্কিনীদের পতন দেখবে। শিয়া সুন্নি ভেজাল তো আছেই। মুসলিম রাষ্ট্র কতদূর সাহায্য ইরানকে করবে তা দেখার বিষয়। যাউগা এত মাথা ঘামাইয়া লাভ নাই দুনিয়া এমনিতেই মনে হয় খুব বেশিদিন বাঁচবে না। এত নিউক্লিয়ার মজুদ করে বোমা বানালে যে কোন দিন তা ফাটবে। তবে মার্কনীদের সাবধানে থাকতে হবে কারন ইরান জানে মার্কিনী ঠিকই একদিন ছোবল দিবে। এখন দেখার বিষয় বিন কার কাছে আর ওঝা হয় কে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.