নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

খালাস! একদম খালাস!

০৯ ই জানুয়ারি, ২০২০ ভোর ৫:৫৭

বাঙালীরা সব বিষয়ে বেশি উত্তপ্ত থাকে। এই এখন যেমন ইরান আমেরিকা। আমিও এই শীতে বড্ড উত্তেজিত! আরে ভাই! যুদ্ধ কখনো ভাল কিছু দেয় না। পারলে অনেকে এখন ই যুদ্ধ লাগায় দিতে চায় আর আমেরিকার পতন দেখতে চায়। এত সহজ! যারা জ্ঞ্যান বিজ্ঞানে, অস্ত্রে এত এত এগিয়ে তাদের পতন!ইরান হামলা করল আমেরিকা কিন্তু এখনো হামলা করে নাই। ব্যাপারটা এখানেই টুইস্ট খাইছে। হয়তো অন্য মতলব আছে মোড়ল সাহেবের। কেন এই জেনারেল কে হত্যা করা হলো? সে সৌদি আরবের সাথে একটা ভালো সম্পর্ক তৈরীর চেষ্টা করছিল। যা আমেরিকা ও ইসরাইলের জন্য হুমকি। তাই এই হত্যা। ইরান দাবি করে ৮০ জন খালাস! আর মোড়ল সাহেব বলে কিচ্ছু হয় নাই। কাহানী কি বুঝলাম না। যাক আমি গরীব মানুষ এত বুদ্ধির জোড় নাই তবে এইটা বুঝি তেমন যুদ্ধ-ফুদ্ধ হবে না। তবে চিপা চাপায় মাইর হবে। যে যারে পারে অমনে আর কি। বুঝেন নাই ব্যাপারটা " মাইর হবে সাউন্ড হবে না " তবে একটা কথা আমেরিকা হিসেব করে আগাবে একটু ভুল করলে খালাস! একদম খালাস!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.