নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন গুলি আলাদা।

১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৪৮

পবিত্র কোরান আমাদের হতাশ করে? না, আশা ভরসা দেয়? ১০০℅ আশা ভরসার কথাই বলে।নিরাশায় নিমজ্জিত ব্যক্তিকে স্বয়ং আল্লাহ ও পছন্দ করেন না। একটা ঘটনা লক্ষ্য করলে একটু পরিষ্কার হওয়া যেতে পারে। কোরানের বর্নিত ঘটনা। নবী মুসা আঃ ও তাঁর অনুসারীরা যখন মিশর ছেড়ে অন্যত্র চলে যাবার জন্য রওয়ানা করল। এই খবর শুনে পাপিষ্ঠ ফেরাউন তার দলবল নিয়ে তাদেরকে হত্যা বলেন আর বন্দী বলেন সেই উদ্দেশ্যে পিছনে আসতে লাগল। মুসা নবীর অনুসারীরা এক সময় দেখল ফেরাউন ও তার দল তাদের কাছাকাছি চলে আসছে। তখন তারা নবী মুসাকে কিছু একটা করার জন্য বারবার চাপ দিচ্ছিল। একটু দৃশ্যটা চিন্তা করে দেখেন। কি ক্লাইম্যাক্স!সামনে যাবার কোন পথ নেই নীল নদ পিছনে ফেরাউন এর সৈন্য দল। এত মানুষ সবাই যাকে নেতা মনে করে সকল বিশ্বাস আশা ভরসা নিয়ে এত পথ চলছে এখন কি হবে তাই নিয়ে কি দুশ্চিন্তা। নবী মুসা ও চিন্তায় পড়ে গেলেন এত মানুষের দায় দায়িত্ব।তারা তাঁর উপর ভরসা করে আছে।তাদের মুসার রব কিছু করবেন।এদিকে ফেরাউন খুব কাছাকাছি চলে আসছে। এখন উপায়?তখন ই আল্লাহ মুসা নবীকে বললেন " লা তাহজান ইন্নাললাহা মা'য়ানা ৯ঃঃ৪০ (দুঃখিত বা হতাশ হইও না,নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে আছেন)তারপরের ঘটনা আমরা জানি যারা মুসলিম আছি। সুতরাং হতাশ হওয়া চলবে না যত বড় পরীক্ষা ই আসুক। জীবন টা তো এমন ই। পরীক্ষার জায়গা শুধু একেক জনের প্রশ্ন গুলি আলাদা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.