![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
বর্তমানে নবী মুহাম্মাদ সাঃ বেঁচে থাকলে বলতেন ভুলেও চীনে যেও না। যদিও যে হাদিসটি আমরা জানি তা নাকি জাল হাদিস।
যে জাতি সাপ বিচ্ছু কেঁচো থেকে শুরু করে কিছু ছাড়ে না তাদের এমন অসুখ হওয়া স্বাভাবিক। কারণ প্রকৃতি নির্ধারণ করে দিয়েছেন মানুষের খাদ্য কি আর পশুর খাদ্য কি। এখন বুজ লও ঠ্যালা। এই ভাইরাসে নাকি অনেক মানুষ মারা যেতে পারে কোন একটা নিউজে দেখলাম! এখন যে হারে চীনারা দুনিয়ার কোণায় কোণায় বসে আছে তাতে ভয়ের বিষয়। হালায় চায়না মাল ই খারাপ!
©somewhere in net ltd.