নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নদোষেই ভাসছে জাতি বাচ্চাকাচ্চা হয় না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:৪৪

বাংলাদেশের রাজনীতিকে ফুল ড্রামা কমেডি সহ একশন ধর্মী একটা সিনেমার সাথে তুলনা করা চলে। জিয়ার আমলে হ্যাঁ / না ভোট হয়েছিল তখন যদি মিডিয়া এত থাকত তাইলে অন্তত আজকে কেউ এত কথা বলত না। বলত, এটা আমাদের ঐতিহ্য। শেখ হাসিনা নতুন ফর্মুলা প্রয়োগ করছে মাত্র। এরশাদের সময় ও তাই হইছে রাতে সব প্রিজাইডিং অফিসার রা ভোট দিয়া ভরে রাখছে পরে যা হবার তাই। তাই এগুলা নিয়া তর্ক করাও বোকামি। এর চেয়ে ঠাকুরমার ঝুলি পড়া। অন্তত কিছুটা আরামা পাওয়া যায়। আজ বি এন পি হরতাল ডাকল মানুষ হাতে গোনা কয়জন এর চেয়ে বেশি মানুষ কারো সুন্নতে খাতনায় হয়। অবশ্য বি এন পির টাকা বেশিরভাগ আসে লন্ডন পরে অন্য নেতারা পায়। তাই নেতারা পদ বজায় এর জন্য একটু ফালাফালি করে আর কি!এর বেশি কিছু না। লন্ডন বাসি চায় ৩৬৫ দিনে ৩৬৫ কোটি বা আরো বেশি। দল নাই ক্ষমতায় কেমনে কি? তাই নমিনেশন বানিজ্য একটু আশা ভরসা দেয়। শেখ হাসিনা এত দ্রুত যে বি এন পির মতো একটা দলকে গরু ছাগলের খামার বানাই ফেলবে তা বি এন পিও বুজতে পারে নাই। আজ হরতালে অরাজকতা করলে কি হতো? বিস্ফোরক মামলার আসামি হইয়া খোয়ারে যাইত। বি এন পি এখন ঘর কা কুত্তার ভুমিকা পালন করছে। যাক ভালো এমন শান্তিপূর্ণ হরতাল দেয়াতে। আর আমাদের মেয়র প্রার্থী রা যে স্বপ্ন দেখাইতাছেন। সন্দেহ নাই তাতে পাবলিকের স্বপ্নদোষ হতে। ঐ অবস্থা আর কি প্রেমিক প্রেমিকাকে বলে প্রেমে থাকাকালীন সময় আমি তোমার জন্য চাঁদ তারা এনে দিব। আরও কত আকডুম বাকডুম। শেষমেশ যখন চুলের মুঠি ধরে মারে,তখন প্রেমিকা বলে আগে তো কত মিঠা কথা কইতা। এখন মারো কে? আমরা এমন ঠকবাজ প্রেমিক দের নিয়েই সংসার করছি। তবে এমন সংসার সুখের হয় না একদিন ফাটল ধরবেই। গান দিয়াই শেষ করি " বুজে না সে বুজে না "।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.