নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

তালাশ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:৪১

আমি আমার মতো ভাবি
চুপ করে
কখনো জটলা পাকিয়ে ফেলি
জলের মতো পরিষ্কার কিছু নাই জানতাম এতদিন
না,
মিথ্যে সব
জল ঘোলা হয়
জলের গভীরে আরও গভীরে কিছু প্রাণী কথা কয়
খুব মজাদার
মগজে বাসা বাঁধে
আস্তে আস্তে নেমে পড়ে
কুচকুচে কালো সড়কে।
আমি আমার মতো ভাবি,
একটা ধাঁধায় নিজেকে ফেলি
মুক্তির উপায়ও জানা
আলসেমি তাড়া করে
সেই আলসেমিটাকে উপভোগ করি দীর্ঘ সময়
যেন প্রথম চুম্বন
অথবা প্রথম দৃষ্টিতে বন্দি চারপাশ।
আমি আমার মতো ভাবি
আবর্জনার স্তুপে বসে ই ভাবি
এখানে মিটিং মিছিল শোরগোল নেই
নেই সাইরেন বাজিয়ে ছুটে চলা গাড়ির কিসসা
খুব ই বাজে ভাবে ভাবনায় ডুবি
পদ্মপাতার গড়িয়ে পড়া জলের মতো
নীচে পড়তে পড়তে বাঁচি।
আমি আমার মতো ই আছি
পরিবর্তন এর লেশমাত্র নেই
সেই ঠোঁট সেই চোখ সেই চিবুক
শুধু ভাবনাটা এক নেই
আবর্জনার স্তুপে শুয়ে বসে
প্রেমের মিঠা রোদ খুঁজি।

তালাশ

০৩ ফেব্রুয়ারী ২০২০।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.