![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
তোমার যে দশা
আমারও তা
মাঝখানে বিশাল নদী
চাইলেই যেতে পারি
কমবেশি সাঁতার আমিও জানি।
তোমার যে দশা
আমারও তা
মাঝখানে বিরহ খনি
চাইলেই ভাংতে পারি
পাথর সোনা ধুলাবালি
কমবেশি কামকাইজ আমিও জানি।
তোমার যে দশা
আমারও তা
মাঝখানে চোরাবালি
পা বাড়ালেই ডুবে যেতে পারি
বাঁচার উপায়টা ও আমি জানি।
তোমার যে দশা
আমারও তা
মাঝখানে তারা গুনি
চোখের নীচে কালি
চাইলেই আসতে পারি
একপক্ষ রাজি
অপর পক্ষ বেরাজি।
প্রেমপত্র ১৮ +
২৬ ফেব্রুয়ারী ২০২০।
©somewhere in net ltd.