নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

নিজে বাঁচুন অপরকে বাঁচতে দেন।

১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩২

অনেক ইটালি প্রবাসীদের ইজ্জতে লাগছে। তারা বলছে, " তাদের টাকার দাম আছে, তাদের দাম নাই " এখন জনাব আপনাকে ই আমি বলছি, আপনাকে কেউ ছোট করে নাই। নিজেই নিজেকে ছোট করছেন। এমন আবুল মার্কা বাংলা মুভির ডায়ালগ মেরে। আপনি জানেন এই ভাইরাস কি? আপনার শরীরে থাকা মানে আপনি নিজে নিজেকে একটা জীবানু বাহিত বোমে পরিণত করেছেন। প্রেম পিরীতি জীবনের চেয়ে বেশি নয়। আগে তো বাঁচবেন তারপর না আদর সোহাগ প্রেম পিরীতি। আপনার সাথে আপনার পরিবার, বউ, বাচ্চা জড়িত তারপর আপনার সমাজ, দেশের মানুষ। এখন আপনি বুদ্ধিমান হলে নিজেরে চেক করাবেন ভাইরাস আছে কি না। ১৪ দিন নিজেকে একা রাখেন মনে করেন ইতেকাফে আছেন আল্লাহ কে ডাকেন। আপনারা ইমোশন থেকে বাস্তবে আসেন। ইউকেতে যদি ২৪ ঘন্টায় ডাবল হয় তাইলে আমাদের মতো গরীব দেশের কি হবে বুজছেন? আর একখান কথা কোন জনসভায় যাবেন না, যেখানে সৌদি, কুয়েতে নামাজ ঘরে পড়তে বলছে। ইবাতের চেয়ে বড় কিছু আছে? সেখানে আপনি কোন কোনখানকার নেতা, বড় ভাই এর কথা হুনার টাইম আছে? দেশের মন্ত্রী মহোদয় দের কি বলব, আমার কোন ভাষা তাদের জন্য নাই। শেষ কথা নিজে বাঁচুন অপর কে বাঁচতে দেন আল্লাহর ওয়াস্তে। ভালো থাকবেন সকলে। সাবধানে থাকবেন ঃ) আসসালামু অলাইকুম ঃ)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.