নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

বেদনার ঘরে লাল বোতাম ( ২ )

০৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৬

এখনো রোদ আসে
আমার ঝুলবারান্দায়,
চিলে কোঠায়।
কংকালসার লোকটি
দিব্যি হাসে
চোখ কচলায়
দুঃখ উড়ায়
বিড়ির ধোঁয়ায়।
এখনো জীবন বাকি আছে
শ্বাসের সাথে শ্বাসের
দীর্ঘ আলাপন
কাঠখড় পোড়াতে পোড়াতে
দুই চার ফুল ফুটে
দূরে কারো বাগিচায়।
এখনো আড্ডা চলে
শরীর, মনে
বাবুই এর বাসা
দু এক ফোটা জল গড়ায়
ভালোবাসার উন্মাদনায়।
চালের ফুটায় মেলা জল
নব প্রেমে হাসি খলখল
এখানেই মরা বাঁচা
আঁখি ছলছল
মেঘ জমে
রাজপথ গরীব মহল্লায়।

বেদনার ঘরে লাল বোতাম ( ২ )


এপ্রিল ৭, ২০২০।

বিদ্র ঃ ঘরে থাকুন, সাবধানে থাকুন।

এ দিন নিয়ে যাবে সেদিনের ও কাছে
যেখানে তুমি, আমি, আমরা
হাসব, খেলব
নীল আসমানের তলে ঃ)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.