নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

রাইফেল জিয়ার সৈনিক " মাজেদ "

১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব , ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, শেখ রাসেলসহ ১৫ আগস্টের নির্মম ও ন্যাক্কারজনক হত্যাযজ্ঞের অন্যতম আসামি সেনাবাহিনী থেকে বরখাস্ত ক্যাপ্টেন মাজেদের ফাঁসি কার্যকর হয়েছে।
আলহামদুলিল্লাহ্ .......

এরপরও কিছু প্রশ্ন থেকেই যায়...

* এই কুখ্যাত ব্যক্তিটি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি এবং সেনাবাহিনী থেকে বরখাস্ত।
* রাইফেল জিয়া তাকে কিভাবে লিবিয়ার পালিয়ে যেতে দিয়েছিলেন ?
* রাইফেল জিয়া কেন তাঁকে সেনেগাল দূতাবাসে চাকরি দেন ?
* ১৯৮০ সালে দেশে ফিরে আসার পর রাইফেল জিয়া আবারও কেন তাকে উপসচিব পদমর্যাদায় বিআইডব্লিউটিসিতে নিয়োগ দেন।
* সর্বশেষ বেগম জিয়া ১৯৯১ সালে ক্ষমতায় এসেও কেন তাকে যুব উন্নয়ন মন্ত্রণালয়ে পরিচালক পদে নিয়োগ দেন ?

বঙ্গবন্ধুর অন্যান্য খুনীদের কেও একই ভাবে রাইফেল জিয়া ও বেগম জিয়া পুরষ্কৃত করেছিলেন। এরপরও কি বিএনপির লোকজন বলবেন, রাইফেল জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারীদের দোস্ত ছিলেন না ?

আরেকটি প্রশ্ন...

* যেই কুখ্যাত ব্যক্তি ১৯৯৬ সালে দেশ থেকে পালিয়ে গেলো, ফাঁসির দণ্ডপ্রাপ্ত হইলো, ২৩ বছর পর সে নির্বিঘ্নে দেশে ঢুকলো কিভাবে ? যাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না ? এরেই কয় পাপ বাপেরা ছাড়ে না।
ধন্যবাদ প্রশাসন কে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.