নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

কবিতা ই উতকৃষ্ট মলম !

১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৩০

কবিতার কান আছে
চোখ, নাক সব
কবিতা ঘ্রাণ নেয় ফুলের
আঘাত সয় কাঁটার
ভাংগে গড়ে টব।
কবিতার মুখ, নখ
কামড়ায় আঁচড় কাটে বুকে
কবিতার ঠোঁট, জিহবা
চুমু খায়
থুথু দেয়
কথা কয় ঘুমায় নাক ডাকে
জাগে মাঝ রাতে।
কবিতার বাহাদুরি মেলা
ঘুরে দ্বারেদ্বারে
মাইর খায় উইঠা দাঁড়ায়
সামলায় লাত্থি উসটা ঠেলা।
কবিতার রসে ডুবা আগা গোড়া গতর
কবিতার ঔষধ
কবিতা
লোহা যেমন কাটে লোহা।
কবিতা খেইল দেহায়
রাস্তা চেনায়
করে জাদু টোনা।
কবিতা হয় পোয়াতি
হাগে মুতে
সাথে লয় ঘটি, বাটি, লোটা
বাচ্চাকাচ্চা ও মেলা।
কবিতা ছুঁইলে আরাম
ফিল দেয় নরম গরম
ত্যাগে ও শান্তি
ভোগে ও শান্তি
তৃপ্তি দেয় চরম!
কবিতা ই উতকৃষ্ট মলম !


কবিতা ই উতকৃষ্ট মলম !

১৪ এপ্রিল ২০২০।

শুভ বাংলা নববর্ষ ঃ)


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.