নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
মুখের উপর মুখ
তার উপর মুখোশ
মুখোশের নানান রং
তার উপর চোখ।
মুখের ভাষা দিন কে দিন
হচ্ছে অদলবদল
কত পূর্ণিমা গত
এখন অমাবস্যার ঘোর।
সে সব কথা সবাই বলে
ভালো মানুষ সবাই সাজে
মানুষ হতে ক'জন পারে?
মুখের উপর মুখ
তার উপর মুখোশ
মুখোশের নানান রং
কোন টা সাদা
কোন টা রংগিন
বুজা মুশকিল কে সাধু
কে আঁতেল
কে চোর।
চলছে পা
এক পা, দু পা
মেলা পথ মেলা মত
মেলা ধুলোর ভেতর
জন্ম নেয় এক মানুষ।
মুখের উপর মুখ
তার উপর মুখোশ
মুখোশের দৈর্ঘ প্রস্থ
এদিক সেদিক
স্থান কাল পাত্র ভেদে
ফিট আনফিট।
যতই এগুবে
ততই ব্যাস্ততার ভীরে
একাকী তুমি
এ বেলায় না হয় যুদ্ধ ই দেখলে
বিশ্বাস রাখ
ও বেলায় সুখ।
মুখোশের বহুজাতিক রং
মুখের উপর যোগ হয়
আরও এক মুখ।
মুখের উপর মুখ।
১৪ ই এপ্রিল, ২০২০।
©somewhere in net ltd.