নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
নাকের ফুটো দিয়ে গলগল করে বেরিয়ে এলো রক্ত
কালো কুচকুচে পিচের রং আরও কুতসিত দেখায়
মাথা থেকে ছিটকে বেরিয়ে পড়ল,
চে গুয়েভারা, মার্ক্স
ঐ তো ওরা হাঁটছে
হলুদ রোদে বসে
গা এলিয়ে ফু দিয়ে চা টানছে
সব হারিয়ে গেল বিড়ির ধোঁয়ায়
মিনিটের চেয়েও কম সময়
জীবন ফিতে দ্রুত ফুরায়
যেমনটা সক্কলে যায়
যেতে যেতে নীরবে কি বলে,
জানে এক ইশ্বর
সে এখন বড্ড খোশমেজাজে।
মুড
০৫ মে, ২০২০।
©somewhere in net ltd.