নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ডাইনোসর হতে আর কত দূর ?

০৫ ই মে, ২০২০ দুপুর ২:২৮

কাল থেকে নাকি সকল শপিং মল খোলা? এগুলা বর্তমানে মল ই। সরকার ভালো সিদ্ধান্ত নিছে। এতদিন দেখছে, না, দুনিয়ার সব সুত্র ফেইল একটাই হাছা
" কুত্তার লেজ ৭০০ বছর নলের ভেতর ঢুকায় রাখলেও যেই সেই মানে ত্যাড়া "

আমরা তো বাঙালি! আবার আশ্রাফুল মাখলুকাত! আমাগো লেজ নাই তাই ত্যাড়া সোজার কারবার নাই।সরকার কে অনেকে দিন ভইরা যেই পরিমাণ অক্সিজেন নিছে তারচেয়ে দ্বিগুণ খিস্তি দিতাছে। খিস্তি দিয়া কোন গ্রহে পাঠাইছে স্যাটালাইট, নাসা ফেইল খুঁজে পাচ্ছে না।

সরকার তাই ভালাই করছে এত্ত এত্ত আবাল হুদাই খোদার অক্সিজেন অপচয় করছে এদের বাচাইতে যাওয়া মানে খোদার বিরোধিতা করা। মল মুত্র ( শপিং, মার্কেট ) খুইলা দিছে এহন নিজের সিদ্বান্তে মর বাঁচ। টেনশন নাই একদম খালাস!

যাবেন কিন্তু শপিং এ ! নিজেই যাবেন সাথে করোনা ও শপিং করবেন! বাসায় এসে সবাইরে বিলিয়ে নিশ্চিন্ত মনে ইফতার করবেন। বেলের শরবত রাইখেন খুব টেস্ট!

সারা বছর লুটছেন। এহন ঈদে যদি আপনার দুই, চার লাখ টাকার শাড়ী কেউ না দেখল তাইলে বাইচা থেকে লাভ আছে বলেন? এত্ত এত্ত সোনা, ডায়মন্ড নেকলেস!

একটা জোকস দিয়ে শেষ করছি,

পাপ্পু তার মুরগী কে খোয়াড়ে রাখল কিন্তু মুরগী অনেক জিদ্দি। তাই খোয়াড় ভেংগে পিছন দিয়া বের হলো।

পাপ্পু এবার মুরগী কে আবার ধরে খাচায় ভরল মুরগী অনেক জিদ্দি তাই খাচা ভেংগে পিছন দিয়া বের হলো।

পাপ্পু এবার মুরগী কে রান্না করে খেয়ে ফেলল কিন্তু মুরগী অনেক জিদ্দি পিছন দিয়া বারাইয়া গেল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.