নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

খোয়াব কথোপকথন।

০৯ ই মে, ২০২০ বিকাল ৪:২৫

উন্নত মানব ঃ কে তুমি?
মানুষ ঃ আমি মানুষ।
উ মা ঃ কোন গ্রহ থাকিয়া আসিয়াছ?
মানুষঃ পৃথিবী নামক গ্রহ। এখান থাকিয়া আনুমানিক ২ লাখ আলোকবর্ষের পথ হইবে মান্যবর।
উ মা ঃ কি হইয়াছে তোমার হাল খুব খারাপ লাগিতেছে?
মানুষ ঃ আমরা আমাদের কর্নে আংগুল গুজিয়া মগজে খিল মারিয়া নেতা নির্বাচিত করিয়াছিলাম। নেতা বর্গ আমাদের বিশেষ ফুটোয় বাঁশ দিয়া আনন্দে দিন যাপন করিত মান্যবর। একদিন আমরা আর সহিতে না পারিয়া একে একে মরিয়া যাইবার সিদ্ধান্ত নিয়া ফেলিলাম।
উ মা ঃ সেকি! তোমাদের মাঝে কি কোন শিক্ষিত প্রজাতির কেউ বাঁচিয়া ছিল না?
মানুষ ঃ ছিল মান্যবর, তাহারা নেতাবর্গের সহিত মিলিয়া আমাদের মগজে ও পোঁদে এক ধরনের গ্লু ঢালিতে লাগিল শুধু নিজদের গতরে পদক লাগাইবে বলিয়া...
উ মা ঃ সেকি! তারপর....?
মানুষ ঃ তারপর কি হইল আর জিগ্যেস করিয়া আমাকে লজ্জা দিবেন না মান্যবর। আমি পরিশ্রান্ত এই দীর্ঘ পথ পাড়ি দিয়া জানে পানির অভাব দেখা দিয়াছে। যদি একটু পানি দিতেন...
উ মা ঃ সেকি! এই একে পানি দাও। এ জাতি সম্পর্কে আরও খোঁজ খবর লাগাইতে থাক। ভালো করিয়া লাগাইবা সৈন্যগন....।
মানুষ ঃ ধন্যবাদ, মান্যবর। তবে যাবার আগে একটা কথা কহিয়া যাই, কোন ছিদ্র ই আমাদের খালি নাই সব ই লাগাইয়া ফেলিয়াছি.... কাণায় কাণায় ভরপুর....

খোয়াব কথোপকথন



৮ মে, ২০২০।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.