নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

পরিচয় !

১৯ শে মে, ২০২০ রাত ৮:২০

শিশুটির নরম কপালে, ঠোঁটে
একটা চুমুও জুটেনি
জুটেছে অবহেলা
গিলেছে আঁধার
উনা পেটেই পুরো রাত পাড়।

শিশুটি রাতভর একনাগাড়ে কেঁদেছে
চোখ, বুক, চিবুক সে রেখা এঁকেছে
কেউ বলেনি,
সোনা বাবু আমার।

এ শহর তখন দিব্যি ব্যস্ত আমুদে
গোপন সুড়ঙ্গ আবার ভিজে
চপচপ স্যাঁতসেঁতে
উল্লাসে ফাটে
প্রার্থনা শেষে থালা বাটির ঝনঝন।

শিশুটির নরম হাত শক্ত হয়
ভেতর বাহির কথা কয়
কেউ ছুঁয়েও দেখেনি
কেউ নেয়নি কোলে
ভুলেভালে হেসে
খুব পায়নি যতন।

শিশুটি এক ফোঁটা
পায়নি মধু, দুধ
শিশুটি দেখেনি কেমন হয় স্তন
কেমন তার রং
কেমন হয় পেট
কেমন যোনি
শিশুটা,
জেনে যায়
পাপ পূণ্য ক্ষয়।

শিশুটির বেশ বড়সড় নাম জুটেছে
" বেওয়ারিশ "
ঠিকানা, ডাস্টবিন!
মাতা পিতা অজ্ঞ্যাত !
শিশুটির জন্মদাতা
খোদ ইশ্বর ও নয় !

পরিচয় !

----------------

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.