নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
লোকের ভয়ে তুমি,
চোখে চোখ
হাতে হাত রাখ না।
ঠোঁটে ঠোঁট!
সে তো ইসরাইল ফিলিস্তিন
কোনদিন মিল হবে না।
লোকের ভয়ে তুমি
আস না ছাদে
বর্ষা বাদল যায়
জোছনার রং বদলায়
তুমি সেই চার দেয়াল
ছিটকিনি দেয়া ফটকে।
লোকের ভয়ে তুমি,
টি-শার্ট, জিন্স ছুঁয়েও দেখ না
সেই শাড়ী, চুড়ি
খুব বেশি হলে থ্রি পিস সাথে
দুই ফিতার চটি।
লোকের ভয়ে তুমি
বাড়াও না ভলিউম
চুপচাপ শোন গান
সারাদিন এ ঘর ও ঘর
খুব বেশি হলে টিভি
তাও ঘন্টা খানিক
খেয়েদেয়ে বিছানায় উপুর হেলান।
লোকের ভয়ে তোমার স্বপ্ন গুম !
আসে না ঘুম
হাত পা কাঁপে
সারাজীবন যায় বাক্সে
শোন মেয়ে,
খোদার ভয় হলে বেকসুর খালাস
লোকের ভয়!
মুক্তি কর তালাশ।
পাঠাগার, থিয়েটার
মনের ঘর দুয়ার শূন্য ই রয়
জাগো মেয়ে,
বলো সিনা করে টান,
ভয়ের হোক পরাজয়
ভয়ের সনে সহবাস
আর নয়
আর নয়।
©somewhere in net ltd.