নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ছিঃ নেমা!

২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:২০

বাংলাদেশের পেক্ষাগৃহে বা সিনেমা হলে ভারতীয় সিনেমা চলবে। এতে সচেতন মহল খুব মানে খুবই চিন্তিত!

এখন মশাই! আপনার বাসায় সারাদিন চলে হিন্দি মুভির গান, হিন্দি মুভি, হিন্দি সিরিয়াল ইত্যাদি। আবার যে কোন উৎসব পালাপার্বণে ঐ কাহানী ঘর ঘর কি! মানে হিন্দি গান।

যদি জিগাই নায়ক প্রিয় কে? উত্তর দিবেন যে কোন খান আর নায়িকা সেক্সি শীলা অথবা জিরো ফিগার কারিনা অথবা এঞ্জেলিনা জোলি বা কেট উইন্সলেট ইত্যাদি।

প্রিয় ছবির লিস্টে বাংলা হাতেগোনা মানে সংখ্যা লঘু! হিন্দি নইলে ইংলিশ বা তামিল! আরেকখান কথা ধরেন সিনেমা হলে একই সাথে চলল, টাইটানিক, ফরেস্ট গাম, বেদের মেয়ে জোছনা অথবা থ্রি ইডিয়টস! দেখবেন কোনটা? ইংলিশ অথবা হিন্দি। বাংলা নাই!

কেন? গুনগত মান নাই! গল্প ভালো না ইত্যাদি। নায়ক নায়িকা জুইতের না। কাউরে ছোট করছি না। বাস্তব বলছি।

এখন এই শতকে এই বিজ্ঞানের যুগে কে দেখব আপনাদের সেই অতি প্রাচীন ধ্যান ধারণার ছবি? বলতে পারবেন বিগত ৫০ বছরে কয়টা বাংলা ভালো ছবি হইছে? কয়টা? সংখ্যা লঘু!

এক প্রয়াত নায়ক রাজ্জাকের সমান কেউ আছে? এক ছিল সালমান শাহ কিছুটা আধুনিক। একটা নায়ক ছিল। এহন তো! কি আর কমু? হুমায়ুন ফরিদি, আসাদুজ্জামান নূর বা সুবর্না মোস্তফা, নায়িকা কবরি, শাবানা, ববিতার মতো? কেউ আছে? সিধা উত্তর নাই।

তাইলে মানুষে কেন নিজের এত কষ্টে কামানো টাকা আপনাদের ফালতু ছবি দেখে নষ্ট করবে? বলেন?

বাংলাদেশের সংস্কৃতি আপনারাই নষ্ট করছেন। কেমনে?সোজা উত্তর সংস্কৃতির আড়ালে রাজনীতি করে। আপনাদের শিল্পের চেয়ে অর্থ কামানো ছিল মূখ্য। এহন ঠেলা সামলাইয়েন!

এই যে এত সচেতন সচেতনতার বুলি আউরান না, আপনারা তথাকথিত সচেতন মহল আসলে সচেতনতা নয় ইহা হইল আপনাদের ভন্ডামি কপটতা!

আর এই ভন্ডামি কপটতার উপর আমি খুবই আদবের সহিত হিসু করে টিস্যু নিয়ে নিজেকে পবিত্র রাখি।

প্রতিযোগিতায় টিকলে টিকবেন নইলে সবাই ছুঁড়ে ফেলে দিবে ইহাই বাস্তব জগতের নিয়ম!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.