নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

লক্ষিন্দর একলাই যায় ।

২৬ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৩৬

দখিনার বাতাস উত্তরে
পূবের সুরুজ পশ্চিমে
বেলা যে যায়
সখি আসে না হায়!

ময়লা টি শার্ট
ময়লা ই রয়
ভেতর বাহির
সে কথা কয়।

বেলা যে ফুরায়
সখি এলে না হায়!

ভেতর কাটল চতুর
বান তুফান কত যায়
গরীবের প্রেম
গরীব হালতে হায়!

বেলা যে শেষ প্রায়
সখি এলে না
ছুঁলে না কষ্টে ফাটা ঠোঁট
প্রেমের মার্কায় দিও
চোখ বুঁজে ভোট!

বেলা যে ভেলায়
সুতানলি কামড়ায়
লক্ষিন্দর
একলাই যায়।

লক্ষিন্দর একলাই যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.