নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
আচ্ছা! আপনারে কিছু প্রশ্ন কই? উত্তর দেয়া না দেয়া আপনার উপর।
নবী মুহাম্মাদ সাঃ এখন আমাদের মাঝে থাকলে কি ফেসবুক চালাতেন? ইউটিউবে ওয়াজ করতেন? প্রোফাইল পিকচার রাখতেন নিজের?
জানি এগুলা বলা অবান্তর তবুও জিগাইলাম। ব্যাপারটা স্পষ্ট হওয়া দরকার।
মনে হয় না। ইসলামে সকল প্রকার ছবি তোলা হারাম যতদুর মনে হয়! হারাম হইলে আমাদের ইসলাম এর সেবক গন কেন এই হারাম কাজটা করে যাচ্ছেন? জেনেশুনে? তাদের ফেসবুকে প্রোফাইল পিকচার! ওয়াজে নিজের চেহারা মুবারক! কেন দেখাচ্ছে?
যদি হারাম ই হয় তাইলে হারাম কাজ করে উপার্জন করলে তাও হারাম! হারাম পন্থায় উপার্জন কারীর এবাদত আল্লাহ কবুল করে না। ইসলামের সেবকগন কি ইহা জানে না!
বিদ্র ঃ উত্তর দেয়া না দেয়া আপনার ব্যাপার। তবে আমার উসখুশ মন জানতে চায় সঠিক ইসলাম। কেউ বলবেন দয়া করে।
©somewhere in net ltd.