নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

মানুষ নই গোলাম !

৩০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭

আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে স্বাধীন হওয়ার আগেও ওখানেই ছিল। উন্নতি হইছে অবকাঠামোর মানে রাস্তা -ঘাট, পুল- ব্রিজ, দালান কোঠার ইত্যাদির।
মানুষের বা বাংলাদেশীদের কতদূর উন্নতি হইছে বলেন তো দেশ স্বাধীন হওয়ার পরে?

যেই গোলাম ছিল সাধারণ জনতা সেই গোলাম ই আছে। একটা শ্রেণীর কাছে মাথা নত করে আছে। তারা যা বলবে তাই। রাত বললে রাত, দিন বললে দিন। বিশ্বাস হয় না! তাইলে কোন খচ্চর খাটাশ বড় নয় এলাকার ছোট পাতি নেতারে যাইয়া বলেন,
" তুমি খারাপ মানুষ, তোমার মরণ হোক "

ফল হাতেনাতেই পাবেন।
আপনার জীবন শেষ করে দিবে অথবা বেঁচে থাকবেন আতুর লুলা পংগু হয়ে। কাদের জোরে এরা এমন করে ঐ উপর তলার নেতার সাহসে ই তো!

আরেক দল আছে এদের চেয়েও খারাপ। ধর্ম এদের পুঁজি। খুব অবাক হব না যদি কোন হুজুর করোনার ভ্যাক্সিন হারাম বলে কারণ ইহুদি নাসারাদের দ্বারা বানানো ঔষধ নেয়া যাবে না ইত্যাদি ফতোয়া দিলে।

বাংলাদেশে সব ই সম্ভব। সম্ভব না শুধু সত্যিকারের মানুষ হওয়া। আরো হাজার বছর পাড়ি দিলে ও না কারণ এরা গোলাম হতেই ভালোবাসে। সত্যিকার স্বাধীনতা চায় না, মানুষ হতেও চায় না। ভালো থাকো বাংলাদেশ ❤️

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.