নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

চাহিবা মাত্র ই দিবে !

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১৯


নিয়ন জ্বলা শহরে
নিত্যকার বাত,
ঘামে ভেজা ফর্সা বুক
সিলিং এ তিন পাখার ফ্যান মিল্লাত।

চকচকে নোট
লেখা তাতে
বাহক কে দিবে চাহিবা মাত্র
হোক খদ্দের
হোক সে জল্লাদ !

চাহিবা মাত্র ই দিবে !

২২ জানুয়ারী ২০২১ ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২১ ভোর ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের অন্য দেশ থেকে আমাদের সরকারের লোকেরা বানরের মতো অনেক সহজ কিছু নকল করে নিয়ে আসে।

আপনি ব্লগার কাল্পনিক_ভালোবাসাকে অনুরোধ করেছেন?

২| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ আপনি যে পড়েছেন এই জন্য। আচ্ছা! এত করে যখন বলছেন অনুরোধ করব ইন শা আল্লাহ। এরা বিদেশ যায় নিজেদের ব্যবসায়ীক স্বার্থে জনতার টাকায়। সো এদেরকে আমি ঘৃণা করি। সত্যি! বলছি। আমি অনেকবার ই লিখেছি অনেক জায়গায় আমাদের বড় দুঃখ আমাদের কোন ভালো নেতা নেই। স্বাধীনতার বয়স তো কম না! সামনে আসবে কি না সেই পথ ও দেখছি না। তাই কষ্ট হয় আবার ভাবি দূর গোল্লায় যাক দেশ! আমার কি! কাম করি ভাত খাই। এইটাই দেশের বেশিরভাগের মাথায়। আবারও ধন্যবাদ।

৩| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৫২

স্প্যানকড বলেছেন: অনুরোধ করেছি আপনার কথামতো। এখন আল্লাহ আর তাঁর ইচ্ছে। ভালো থাকবেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.