নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

প্রেম চালু !

২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:২১

প্রেম চালু
মানছি না উঁচুনিচু ঢালু।

প্রেমের বাজার ভালো
চাষবাস পরিচর্যা
হয় না তেমন
লাগে তাই কালো।

শরীরে ঘুণ ধরে
মন যখন মরে
প্রেমের সংগা প্রেমে
ক'জন আর সঠিক প্রেম করে?

প্রেম গোলাপ
প্রেম মাঝরাত
আলাপ ফিসফাস
গোছানো চাঁদরে
হরেকরকম ভাঁজ!

প্রেম সত্য
প্রেমে আসে অমরত্ব !

প্রেমে নাই বিরতি
প্রেম ই চলতি
বাকি সব খুচরা ভাংতি।

প্রেম এ তাজ
প্রেম এ সাজ
প্রেম এ লাজ
প্রেম এ লড়ি
প্রেম এ মরি।

প্রেম চালু
কষছি না ব্রেক!
প্রেম দিয়া প্রেম চাই
বেড়ে যাচ্ছে আয়ু
হাজার দেড় এক !

প্রেম চালু ! 

০৫ জানুয়ারী ২১।

বিদ্র ঃ কদিন আগের ফাইল! লন, প্রেম চালু করি সব কিমুন জানি ভোঁতা হয়ে যাচ্ছে দিন কে দিন !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:০০

ঠাকুরমাহমুদ বলেছেন:




সুনীল বাবুর একটি উপন্যাস আছে “ভালোবাসা প্রেম নয়” আপনি পড়েছেন?

বাই দ্য ওয়ে - মন্তব্যের উপরে সবুজ তীরে ক্লিক করুন মন্তব্য উত্তর দেওয়ার বক্স চলে আসবে, সেখানে মন্তব্য করার মতোই মন্তব্য উত্তর লিখে সাবমিট করে দিন। মন্তব্য উত্তর চলে আসবে যথারিতি।

২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৫

স্প্যানকড বলেছেন: সুনীলের কথার সাথে সহমত পোষণ করছি। প্রেম ভালোবাসা এক নয়! ধরেন, আপনি কোন এক নারীর সনে শ্রাবণ বর্ষার কোন এক দুপুর ভিজতে ভিজতে হাতে হাত রেখে চলতে চান। চলতে চলতে টং দোকানের চা ক্ষনিকের বিরতি তারপর আঁটসাঁট ভাবে রিক্সায় বসে ভ্রমণ। কিন্তু পারছেন না অথচ দিন রাত ভেবে যাচ্ছেন।অসহ্য যন্ত্রনায় নাওয়া খাওয়া হারাম। এইটা হইল প্রেম।

এইটার জন্য যেই উত্তেজনা থাকবে একই উত্তেজনা বউ এর ক্ষেত্রে নাই। ঐ টা ভালোবাসা! এইটা আমার মত। মানে অবৈধ্যকে বৈধ করে চাওয়া। যেমন উপমহাদেশের বিখ্যাত প্রেম " রাধা কৃষ্ণ " উনাদের সম্পর্ক কি? ভুলভাল হলে ক্ষমা করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: প্রেম থেকে দূরে থাকাই মঙ্গল।

২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৬

স্প্যানকড বলেছেন: : কেন? বিরহ চলছে বুঝি?

প্রেমে ই তো সব
প্রেমে ই তো রব
প্রেমে ই তো বেহেশত দোযখ
প্রেমেই রাখেন চোখ!

( হা হা হা )

ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.