নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
প্রেমে ই তো সব
প্রেমে ই তো রব
প্রেমে ই তো বেহেশত দোযখ
প্রেমেই রাখেন চোখ!
২৬ জানুয়ারী ২০২১।
২| ২৬ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৩
স্প্যানকড বলেছেন: সমস্যা বহুত! "ই" ই কইরাই সব গেল! ভুল হইছে মুরুব্বি ঠিক করার তরিকা কন। এডিট কইরা দেই। আপনে প্রেমেই রাখেন চোখ! ( হা হা হা ) ধন্যবাদ। ভালো থাকবেন। লইজ্জা দিলেন ভুলভ্রান্তি মানুষ করেই থাকে হইছে নইলেই ভুল। এইযে দেখছেন আবারও "ই"!
৩| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০২
রামিসা রোজা বলেছেন:
এটা কেমন চার লাইনের কবিতা ?আমি এরকম লিখলে
আপনি চল্লিশটা মন্তব্য করে ফেলতাম ।
তবে আপনার কবিতার ভাবার্থ ভালো লেগেছে।
২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১১
স্প্যানকড বলেছেন: আমি করতাম চল্লিশ টা! সাহস দিলেন না ধমকি? আর্নেস্ট হেমিং এর একটা গল্প আছে মাত্র ৬ শব্দের
" For sale: Baby shoes, never worn "
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বেহেস্ত দোযকের চিন্তা না করে দুনিয়া দারির কাম কাজ প্রমের সাথে করলে সকলের উপকার হয়।
২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১২
স্প্যানকড বলেছেন: কারো ক্ষতি না করে প্রেম করেন যাই করেন সমস্যা নাই। ধন্যবাদ ভালো থাকবেন।
৫| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: ভালো।
২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৩
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। আপনি ভীষণ ভালো। ধন্যবাদ।
৬| ২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৮
মিরোরডডল বলেছেন:
A car needs fuel to run.
ঠিক সেরকম, জীবনটা স্মুদলি রান করতে প্রেমের ভূমিকা সীমাহীন।
প্রেমহীন জীবন ইঞ্জিন বসে যাওয়া গাড়ির মতো।
২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৫
স্প্যানকড বলেছেন: চলতাছে তো.... স্মুথলি হোক আর এবড়ো খেবড়ো চলতাছে তো ! এই বেশী আবার চাই প্রেম। এতো পুরনো পোস্টে মন্তব্য করাতে অসংখ্য ধন্যবাদ
৭| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫০
মিরোরডডল বলেছেন:
আসলে পুরোনো লেখা পড়ে দেখছিলাম তখন কেমন লিখতো।
এখন লেখা আগের চেয়ে অনেক ইম্প্রুভ হয়েছে।
২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৪
স্প্যানকড বলেছেন: সময় যে বদলে গেছে। আমিও বদলে গেছি। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৩
চাঁদগাজী বলেছেন:
"ই" সমস্যা: কখনো "প্রেমেই", আবার কখনো "প্রেমে ই"।