নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

উর্বশী ও কামসুত্র !

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৭

উর্বশী!
পুরুষদের পায় না অতটা ভয়
জানে,
এ দেশে বহু পুরুষ
নারীদের চুদমারানী কয়!

উর্বশীর গল্পে চোখ রাখা যাক
উর্বশীর জীবনে
কেমনে লাগলো দাগ !
তাই শোনা যাক।

বয়স তখন চোদ্দ
নয় ক্লাসে পড়ে
বাপ টা গেল অচিন পুরে
মা টা দুঃখে মরে।

পড়শী ছিল মাঝ বয়সী কাকা
যখন তখন আসত ঘরে
ছিল না তেমন মানা
একলা পেয়ে একলা ঘরে
বাঘের ছোবল হানে।

চোখ, গাল ফুলে
পুরা রাত উর্বশী কাঁদে
ভারী গলায় শুধায় মা,
কাউরে আর বলিস না
ওর টাকায় সংসার চলে!

গঞ্জের মর্জিনার ঘরে
অপর দলের হাতে
কেউটে কাকু মরে।

উর্বশী,
এই হালতে টেনে টুনে
কলেজে রাখল পা
বিশ্বাস করে মন দিল
তাতেও আসল ফিরে
চোদ্দ বছর এর
পুরানো সেই ঘা!

বান্ধবী তার হেসে বলে,
আসিছ একবার আমার ঘরে
আলাপ হলো ওর স্বামীর সনে
বিজ্ঞাপনের কাজে সে ।

জীবন পেলো উর্বশী
নতুন মোর
মডেল হলো
চোখে এক অন্য ঘোর ।

অর্থ এলো
খ্যাতি দেশ জুড়ে
সুযোগ এলে বান্ধবীর স্বামী
শরীরে শরীরে আমল করে।

উর্বশী,
এখন নামি নায়িকা
সিনেমা চলে দিব্যি হিটে
এ সময়ের জনপ্রিয় মন্ত্রী
ডাকে ওরে
নির্বাচনের প্রচারে।

উর্বশীর স্লিভলেস ব্লাউজ
গভীর নাভীর
চার আংগুল নীচে
সিফন শাড়ির ভাঁজ
পুরো মন্ত্রীপাড়া
জ্বলে পুড়ে খাক!

কোন এক বিখ্যাত পত্রিকা
জানালো মন্ত্র,
এ দেশে উর্বশী মানেই
কামসূত্র!

উর্বশী ও কামসুত্র !

২৬ জানুয়ারী ২০২১।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১৬

কুষ বলেছেন: এমন মনে হয়েছে অনেকবার,আপনার কাব্যিক গল্প সমাজের একটা দিক কে তুলে ধরেছে। দুখী হয়েছি এটা পড়ে আবার ভালোও লাগলো এটা জেনে কেউনা কেউ এসব নিয়ে ভাবে।

২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৭

স্প্যানকড বলেছেন: : ধন্যবাদ মন্তব্যের জন্য। আসলে আমরা চেষ্টা করি সকলেই নিজের জায়গা থেকে কিন্তু সমাজ টা এত বকে গেছে এখন আর ভালো লাগে না। ভালো থাকবেন।

২| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


আমাদের সমাজের একটা ডোমেইন।

২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৮

স্প্যানকড বলেছেন: হুম! আসলে আমরা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি টের পাচ্ছি। তেমন কিছুই করা হচ্ছে না। চেষ্টা করছি যদি লাইগ্যা যায়! ভালো থাকবেন। ধন্যবাদ।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার হাতেই তো চাবি কাঠি।উর্বশীকে প্রতিবাদ করতে শিখান।আর কতোয়াল চলবে এই খেলা।নাকি আপনার নিজেরই প্রতিবাদী কন্ঠ নেই।

২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। চাবি কাঠি সব থাকলেও তালা খুলে না যদি জং ধরে। সমাজে জং পড়ে গেছে। উর্বশী দের আমরাই দূর্বল করে রাখি বা রাখতে চাই নানান ছুতোয়। কন্ঠ আছে ঠিকই হয়তো পৌছানোর আগেই গলা টিপে ধরা হচ্ছে। ভালো থাকবেন।

৪| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: আপনি তো একজন প্রতিভাবান মানুষ। আপনার পোষ্ট পড়ে এরকমটাই মনে হচ্ছে আমার।

২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:০১

স্প্যানকড বলেছেন: সবাই প্রতিভাবান। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

৫| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৪

এম ডি মুসা বলেছেন: কি বলবো বুঝতেছি না, পড়ে আসলাম।

২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৪

স্প্যানকড বলেছেন: হুম, আসলেই অনেক সময় এমন হয় আর কোন ভাষাই থাকে না যখন চারপাশ জুড়ে চলে অসভ্যতা। আমাদের তেমন ক্ষমতা নাই যতদুর আছে তাই দিয়ে লড়ি। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

৬| ২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৮

নীল আকাশ বলেছেন: অবাস্তব কোন কিছু তো লিখেন নি, অসুবিধা কোথায়?
তবে লেখাটা দারুন হতো আর কিছুটা সময় নিয়ে ছন্দ মিলিয়ে লিখলে।
আপনার এইসব লেখাগুলি কয়েকদিন ধরে পড়ছি। ছন্দের দিকে কিছুটা মনোযোগ দেবেন। যেমনঃ
জীবন পেলো উবর্শী
পেল নতুন মোড়,
মডেল হয়ে তারকা বনে
লাগায় চোখে ঘোর!


এটা পড়ার আমন্ত্রণ দিলামঃ
কবিতাঃ সুন্দরী আমি, হার্টথ্রব মডেল হতে চাই! - ৩

২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:০২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। চেষ্টা করব সামনে ইন শা আল্লাহ। দোয়া করবেন। বিষয়টি আমলে নিলাম। ভালো থাকবেন।

৭| ২৭ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:৫০

বলেছেন: যে মন্তব্য করেছে তার মন্তব্যের পাশে সবুজ বাটনে চাপ দিয়ে আপনার উওর দিলে বুঝতে সুবিদা হবে আর আমার মন্তব্য ভাল না লাগলে লাল বাটন চাপ দিয়ে ডিলিট করে দেন ।।।

২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৮

স্প্যানকড বলেছেন: মুছতে ইচ্ছে করে না। রেখে দিলাম সযত্নে। ভালো থাকবেন। ধন্যবাদ আপনার সুন্দর মতামত এর জন্য।

৮| ২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৯

নীল আকাশ বলেছেন: শুভ সকাল।
আমি যা বলতে এসেছি ল ভাই আগে বলে দিয়েছে।
আপনার প্রতিমন্তব্য এবার না মুছলেও এরপর থেকে সবুজ বাটন উত্তর দেবেন। এভাবে প্রতি উত্তর দেখতে ব্লগাররা অভ্যস্ত নয়।
ভালো থাকুন।

২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:০০

স্প্যানকড বলেছেন: শুভ সকাল! দুঃখিত। মনে কিছু নিবেন না প্লিজ। ভালো থাকবেন।

৯| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৬

রানার ব্লগ বলেছেন: ভালও লাগে নাই !!!

২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৮

স্প্যানকড বলেছেন: আমার কিছু করার নাই। কোনটা উর্বশী? না, কামসূত্র? ভাল করে লাগানোর তরিকা আমি জানি থাক আপনারে ভালা লাগানোর খায়েশ আমার নাই! ধন্যবাদ।

১০| ২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সবাই প্রতিভাবান। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।


সবাই প্রতিভাবান না। আমি একজন প্রতিভা শূন্য মানুষ।

২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৩

স্প্যানকড বলেছেন: হুম, আপনি এই কথা দিয়াই বুজাইলেন " আপনি প্রতিভাবান "! প্রতিভাবান মানুষ বরাবর অস্বীকার করে নিজের প্রতিভা। যাক এ নিয়ে তর্ক করে লাভ নাই। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.