নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

কলি কালের কাব্য !

২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:৪৭

বাবু;
বাবুর খাটে শোয়
বাবু;
বাবুর হালে চলে
বাবু;
বাবুর পকেট চুলকায়
দিন রাত অবসরে।

বাবু;
বাবুর ঢংয়ে কথা কয়
গান গায় হাঁটে
তৃষ্ণা পেলে কোক, মিনারেল ওয়াটার
বেখেয়ালে ঢোক তুলে।

বাবু;
সিনেমা দেখে
ছোট বড় সব ধরনের
বাবু;
প্রেম করে
দুই চারটা স্ট্যাটাস ঝুলে
ফেসবুকের দেয়ালে।

বাবুর আকিকা দেয়া নাম,
" আশিকুর রহমান উরফে সাজ্জাদ "
পাশের মহল্লার " শেফালি "
বাবু সোনা নামেই ওরে ডাকে।

             কলি কালের কাব্য!

২০ ফেব্রুয়ারী ২০২০।

বিদ্র ঃ নাম গুলি কাল্পনিক! 

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৭

ইসিয়াক বলেছেন: ভাইয়া প্রথম পাতায় আপনার চারটা পোস্ট । প্রথম পাতায় একটার বেশি পোস্ট দেয়া যায় না।
নিচের লিঙ্কে গিয়ে নিয়মাবলীগুলি পড়বেন দয়া করে।
https://www.somewhereinblog.net/blogrules

২| ২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৩

স্প্যানকড বলেছেন: আচ্ছা, দুঃখিত। ক্ষমা চেয়ে নিচ্ছি। খেয়াল করিনি। অনিচ্ছাকৃত ভাবে হইছে। পরবর্তীতে আর হবে না ইন শা আল্লাহ। ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। আর নীতিমালার প্রতি যত্নশীল হবেন আশাকরি

২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:১২

স্প্যানকড বলেছেন: আবারও দুঃখিত! ধন্যবাদ, ভালো থাকবেন। আর হবে না আশা করি।

৪| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১২

রানার ব্লগ বলেছেন: আশিকুর রহমান সাজ্জাদ
পাড়ার লোকে কয় ভালোই
শেফালির বাপে কয় বজ্জাদ

কাজ তার দুইটা রোজ
দিবানিদ্রা ও ভোজ
আর যত কাজ তারে কহজে
কোন ভাবেই ঢোকেনা তার মগজে

*** ব্যাপার না অতি উৎসাহে পোস্ট বেশি হয়ে গেছে, আপনার প্রতি শুভকামনা রইলো।

২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪০

স্প্যানকড বলেছেন: পাড়ার পোলা সাজ্জাদ
মন্দ কথা বলে
অন্যের ঘরে যাইয়া
উঁকিঝুঁকি কেন মারে?

আপনার জন্য বরাদ্দ সাজ্জাদ এর শেফালি
উঠতে বসতে দিব গালি
জানব পাড়া
বাড়তি মিলব দুই তিন শালা শালী।

ভালো থাইকেন.... অতি উতসাহে কোপাই দিছি !

৫| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৭

এম ডি মুসা বলেছেন: আপনার কবিতা , না পড়ার চেষ্টা করব।

২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৩

স্প্যানকড বলেছেন: চেষ্টাই কইরেন না আমার অনুরোধ। আজকাল মানুষ বহুত কিছুই পড়েনা! ( হা হা হা) শেফালি কি বাবু সোনা কয় না। ভালো থাইকেন।

৬| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১২

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: আজকাল এমন বাবুর অভাব নাই...

৭| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৭

স্প্যানকড বলেছেন: হ,ঠিকই!

ব্লগেও আছে কিছু
চিপাচাপায় রহে
সময় পাইলেই বাবু সোনা শুনতে
রেডি হইয়া থাকে
শেফালি দেয় না পাত্তা
যেন হেন তাই দেয় গোত্তা !

ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.