নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

জয় বাংলা! চালু !

২৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৮

হারামি ঃ ভাই! হোগায় লাত্থি মারি হালার!

ভাইঃ ( আধ বুজা চোখ  সামনে ব্লাক লেবেল )

ঐ হারামি! গালি দেছ ক্যা?
কি করছে মুরব্বি?

হারামি ঃ ভাই! লেহে
কলম চালায় কাগজে
যা আসে তার মগজে।

ভাই ঃ ( চোখ খুলে ভাল করে তাকায় )

দেহি আপনার কাজ,

"  জয় বাংলা কখনো খুনি লুটেরার আওয়াজ  "

ছিঃ!  মুরুব্বি,
দিলেন কিন্তু লাজ!
এই গুলা লেহেন?
বিষয় পান না খুঁজে
এই লন,
দিলাম কাগজ
দিলাম কলম
কইছি আমি লেহেন,

" ফুল ফল
লতা পাতা
কত দেহি পাখি।

মাইয়া ও দেহি
চিকনা কোমড়
সেক্সি স্বাস্থ্যবতী! "

ভাই ঃ ( হা হা হা )

জয় বাংলা! ক  হারামি !

খুনী বেনামী !

এই এহন চলে।

২৯ জানুয়ারী ২১।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: ভালো লাগে নি। স্যরি।

২| ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৩

স্প্যানকড বলেছেন: আমি কি করতে পারি
আপনার মন কি আমি পড়ি?

ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.