নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

চাই না ভেসলিন !

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:২৫

( ছবি আর্টিস্ট মনিকা লুইনিয়াক )

তুমি আসবে বলে,
কৃষ্ণ চুড়া আরও লাল
তুমি আসবে বলে,
ভেতর বাহির সুসজ্জিত
রোড ঘাটে চুনকাম।

তুমি আসবে বলে,
শক্তপোক্ত মরদ আমি
নাকের ডগায় জমে ঘাম।

তুমি আসবে বলে,
ডানা ঝাপটায় পাখি
ইথারে তোমার গুনগান
তুমি আসবে বলে,
সরব লাল দিঘি ময়দান।

তুমি আসবে বলে,
অমৃত ভাত, ডাল
তুমি আসবে বলে,
উত্তেজনা মনে
দুইশ কুড়ি
বিদ্যুৎ দেহে
ঘরে ফেরার টান।

তুমি আসবে বলে,
রাস্তার ফুচকা
বাড়তি নেই মরিচ ঝাল
তুমি আসবে বলে,
শিশিরসিক্ত টিনের চাল।

শোন!
আসার পূর্বে জেনে নিও
চাই না ভেসলিন
স্রেফ দিও
দু চার চুমু !
অপেক্ষারত পরাণ !


১৫ ফেব্রুয়ারী ২১।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:



মানুষ জীবনের বিবিধ সময়ে বিবিধ জনের জন্য অপেক্ষা করে, আপনার কবিতায় কার অপেক্ষা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৮

স্প্যানকড বলেছেন: মানব জনম পুরাটাই অপেক্ষায় কাটে। আছে কেউ এর চেয়ে বেশী কিছু কইবার চাই না। ধন্যবাদ! ভালো থাকবেন

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৪১

কালো যাদুকর বলেছেন: আপনি বেশ লিখেন..
শেষের প্যারাটি না থকলে এটি একটি ইউনিভার্সেল কবিতা হতে পারতো। মানে এই "তুমি" যে কেউ বা যা কিছু হতে পারতো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫১

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ! দিমুনে পরিবর্তন কইরা দিন তো শুরু। আস্তেধীরে আগাইতাছি। বাকিটা বুইঝা লন ব্রো।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪১

ফয়সাল রকি বলেছেন: কালো যাদুকর ভাইর সাথে সহমত। শেষ প‌্যারাটা পছন্দ হলো না।
ধন্যবাদ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ! তাই আচ্ছা জিনিসটা মাথায় রইল দেহি কি করা যায়। ভালো থাকবেন।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: হুম। বেশ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ! ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.