নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
( ছবি আমাজান )
তুমি একমুঠ চিনি দিয়া বলো
দেখ তো,
মিঠা কি না?
আমি হাসি পাগলের মতো
তোমার চেয়ে মিঠা
জগতের কিচ্ছু না।
তুমি সেদিন
বললে আরও
আজ উস্তা, পটল ম্যানু
এর বেশি কিছু না।
হাসলাম আমি,
থাকলে তুমি
ওসব ম্যানু, ডেসার্ট
পাত্তা পায় না।
তুমি খুব সাজলে
ওষ্ঠ লাল
উঁচুতে খোপা
ইথুওপিয়ান কালো চোখ
গোলাপি গাল
সর্বনাশ!
কালচে রক্ত লাল।
২১ ফেব্রুয়ারী ২১।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২১
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ! ভালো থাকবেন। ঘুমান নাই?
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৪
নীল আকাশ বলেছেন: থীম বুঝার চেষ্টা করলাম!
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৭
স্প্যানকড বলেছেন: তা কি বুঝলেন এই রাইতে? ধন্যবাদ, ভালো থাকবেন।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এটা তো ভালবাসার কমন পজিশন !
এই ফাগুনে আরও কিছু আগুন ঝাড়ুন ।
...................................................................................
( নোট : উওর দেবার সময় প্রশ্নকারীর ডানের এরো চিহ্নটি চাপুন তাহলে সঠিক ভাবে উত্তর হবে এবং প্রশ্নকারি জানবেন
আপনি তার প্রশ্নের উত্তর দিয়েছেন )
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:১০
স্প্যানকড বলেছেন: এমনিতেই আগুনের উপরে আছি আর বাড়তে দিলে বিপদ। সামাল দেয়া কষ্ট। ধন্যবাদ, ভালো থাকবেন।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১৮
অনল চৌধুরী বলেছেন: ছবিটা কি আপনারই আকা?
লোকটার রং দেখে মনে হচ্ছে, রাধা-কৃষ্ণ কাহিনী !!!!
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:১৩
স্প্যানকড বলেছেন: আমার আঁকা নয়। আঁকতে পারলে তো কাম ই হইত! মনে হয় এমন ই। আমাজান এর ক্যানভাস গ্যালারি তে ছিল। আপনি আছেন তাতে খুব ভালো লাগছে। ধন্যবাদ। ভালো থাকবেন।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৫৪
শায়মা বলেছেন: ভাবার্থ একটু কঠিন হয়ে গেলো তবুও এটাও মজার.....
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৫
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ধন্যবাদ, ভালো থাকবেন।
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: স্প্যানকড বলেছেন: ধন্যবাদ! ভালো থাকবেন। ঘুমান নাই?
ঘুম আসে না।
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৬
স্প্যানকড বলেছেন: এটা চিন্তাবিদদের লক্ষ্মণ! ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।