নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

লাওয়ারিশ !

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৫৫

( আর্টিস্ট ডেভিড বুরা " দ্যা সিক্রেট মুন ")

আমি সর্বহারা দের একজন
তুমি এসে খবর শোনাও
ওপারে বহু সুখ
বোবার মতো শুনি
কানার মতো প্রহর গুনি।

একটা কক্ষ খোয়াবে আসে
যার দেয়াল ঘেঁষে নদী
নদীর জল কালো কুচকুচে
ঘুম ভাংগে
দেখি,
আমি সেই নদী !

একবার ঢিল ছুঁড়েছিলাম
মৌচাক বরাবর
ঢিলটা ফসকে
ভাংগল কাঁচের জানালা
নষ্ট করল ঘর।

আমি সর্বহারা দের একজন
ঠায় ঠিকানা কিচ্ছু নাই
ভিতরে দগদগে আগুন
ও দিয়ে রুটি, কামাই।

চুমু জুটেনি
মাথায় বুলায়নি কেউ হাত
রোজ একই রেকর্ড
এ শালারা চুদির ভাই!

২২ ফেব্রুয়ারী ২১

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৩

জুল ভার্ন বলেছেন: হা হা হা!

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৪

স্প্যানকড বলেছেন: কেউ হাসে, কেউ ফাঁসে! ধন্যবাদ।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: রাগ ক্ষোভ সব লেখায় ঢেলে দিচ্ছেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৫

স্প্যানকড বলেছেন: সবাই ঢালে আমি একলা চাপায় রাইখা লাভ কি বলেন? ধন্যবাদ।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৯

মেহেদি_হাসান. বলেছেন: শেষের গালিটা বাংলাদেশে বহুল প্রচলিত।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৭

স্প্যানকড বলেছেন: এমন বহুল প্রচলিত মাল দেশে আছে যেগুলারে আন্দামানবাসীদের কাছে ছেড়ে দেয়া দরকার। আন্দামান কাছে আমাজান না। ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.