![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
( ছবি গুগল মামু )
তুমি এলে সম্মুখে
কাঁপে নোনার শরীর
বুক ধরফর
ঠোঁট, গলা শুকনা কাঠ
ভাবে মানুষ কঠিন জ্বর!
তাপমাত্রা উঠে শতকের উপরে
প্রেমের ইহা চেনাশুনা পাঠ।
এ তো আগুন জ্বর!
সর্বক্ষণ ভিতর বাহির পোড়ে
বুঝি আমি
জানে স্রষ্টা
বুঝনা পাগলি তুমি!
কতযে লাগছে তেষ্টা।
শেষ কথা এই,
পুলিশ ছুঁলে আঠারো ঘা
তুমি ছুঁলে দূরে ঘা
বসন্ত ফুলে ফুলে
ভ্রমর মধু লুটে
বুজি চোখ সুখ চোটে !
২৫ ফেব্রুয়ারী ২১।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৩
স্প্যানকড বলেছেন: এহন জানছেন তো!
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৪
রাজীব নুর বলেছেন: গুগল যে আপনার মামু আগে জানা ছিলো না।