নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
( আর্টিস্ট জুলিয়াস কোরনবার্গ )
চলো প্রিয়া পান করি
দুঃখ অথবা সুখ
ওষ্ঠে ওষ্ঠে আগুন
ভুলে যাই নাগরিক মেহনতী মুখ।
এ বেলায় দেই ডুব
অনেকটা ভেসে যাই
কচুরিপানা হয়ে
এ নদী ও নদী
সব শেষে তোমার কোল।
এসো প্রিয়া এসো
শষ্য তোলা শেষ
বুকের ভেতর বাজ পড়ার ডর
এখন আসমান
ম্যাডাম তুষস জাদুঘর!
মেরী এবং তাঁর অক্ষত যোনী
এ নিয়ে আলাপ জম্পেশ হোক
খুব গরম তুমি
ভীষণ কামুক!
২৮ ফেব্রুয়ারী ২১।
০১ লা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৬
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ।
২| ০১ লা মার্চ, ২০২১ দুপুর ১:০৭
এম ডি মুসা বলেছেন: সুন্দর কবিতা
০১ লা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৬
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ।
৩| ০১ লা মার্চ, ২০২১ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০১ লা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৭
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০২১ দুপুর ১:০৩
মেহেদি_হাসান. বলেছেন: রোমান্টিক