নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

সংগমরত শুয়োর !

০২ রা মার্চ, ২০২১ দুপুর ২:৪৭

( ছবি নেট )

আমি থাকি না
আপনাদের দলে কখনো
সে ইচ্ছে কবর দেয়া
তাও হলো মেলাদিন
আসতে হয়
ইচ্ছের বিরুদ্ধে।

আমি এলে
আপনাদের সংখ্যা দাঁড়ায়
একশো এক
আমার বিয়োগে একশো
আপনারা তো
একাই একশো!

শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে
আপনারা যখন মেলে ধরেন
উন্নয়ন,
দেশ এগিয়ে যাবার ফিরিস্তি।

আমি তখন ঘুমে
স্বপ্নে দেখি,
আমার সামনে
এক প্লেট কাঠি লজেন্স
ফরাসি চীজ।

অপর পাশে
একদল শুয়োর সংগমরত
কাঁদায় ডুবে
সবকটি দাঁত দেখায়
দিচ্ছে দুর্দান্ত সব খিস্তি।

আমি এলে কি আর হয়
না এলে একশো
আপনারা একাই একশো!


২ মার্চ ২১।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:০৬

অক্পটে বলেছেন: সঠিক সময়ের কবিতা। রুপক ভাল লাগল।

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:১১

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

২| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:১২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

৩| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: সত্যিকার অর্থে আজও মানুষ রাস্তায় ঘুমায়। চিকিৎসা পায় না। বেকার। অথচ দেশ উন্নয়নের মহাসড়কে।

০২ রা মার্চ, ২০২১ রাত ৮:০০

স্প্যানকড বলেছেন: বলছেন তাইলে ! ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:৪৭

মেহেদি_হাসান. বলেছেন: ভালো কবিতা

০২ রা মার্চ, ২০২১ রাত ৮:০০

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.