নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

বকাটটা !

১৫ ই জুন, ২০২১ ভোর ৫:৫৭

ছবি নেট ।

কোন এক সময়
ঘুম কাইড়া নিছিল
বেদের মেয়ে জোছনা
সে মেলা ছোট কালের কথা
এরপর রুপবান, সোনা বান
আরও নাম না জানা
কত জোয়ান মাইয়া ছাওয়াল !

ততদিনে আমি মেলা বড়
সদ্য গজানো মোছের সাথে
বুকের লোম ও পাল্লা দিয়ে বাড়ে
আমি উড়াল দিলাম
নানান ডালে
ঢিল ছুঁড়লাম নানান চালে
কেউ সাড়া দেয় নাই
আমার ত্যাড়ামি উত্তর
সোজা কথা
যা শালা *দলাম না !

বর্তমানে ঘুম কাড়ে
লেবুর হালি কত করে?
ডিমের দাম?
মোটা চাল
সরু চাল
একটা হলেই হলো
পেটে সইলে পিঠে সয়
সব দুয়ার
সবার নসিবে খোলা কি রয়?
এ বুঝ হওয়ার পরে
সব্বাইরে কইয়া দেই
ধারে কাছে আইস না
বকাটটা !

১৫ জুন ২১।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২১ সকাল ৯:৩০

ইসিয়াক বলেছেন: দারুন ।

১৫ ই জুন, ২০২১ সকাল ১১:৩৪

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ইসিয়াক ভাই। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

২| ১৫ ই জুন, ২০২১ দুপুর ১২:১৩

ফুয়াদের বাপ বলেছেন: কাব্যে ভালোই বকেছেন সদ্য যৌবনা কিশোরের ভাবনা পরবর্তী বাস্তবের মুখোমুখি কঠিন সত্য...

১৫ ই জুন, ২০২১ বিকাল ৪:০৯

স্প্যানকড বলেছেন: হুম, বুঝলেই হইল পোলাপান ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৩| ১৫ ই জুন, ২০২১ দুপুর ১২:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ছন্দ মন্দ নয়

১৫ ই জুন, ২০২১ বিকাল ৪:১০

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৪| ১৫ ই জুন, ২০২১ বিকাল ৩:৪৩

জটিল ভাই বলেছেন:
মোছের সাথে খালি বুকের লোমইতো বাড়ছে? =p~

১৫ ই জুন, ২০২১ বিকাল ৪:১২

স্প্যানকড বলেছেন: হুম, আর গুলি বাড়ার সুযোগ কই ? চল্লিশ দিনের মধ্যেই তো ছেঁটে ফেলতে হয় জানেন না বুঝি ! জটিলবাদ !

৫| ১৫ ই জুন, ২০২১ বিকাল ৫:০০

ইসিয়াক বলেছেন: ৪ নম্বর মন্তব্য আর প্রতি মন্তব্য পড়ে কিছুটা সময় হাসলাম। ;) =p~

১৫ ই জুন, ২০২১ রাত ১১:২৭

স্প্যানকড বলেছেন: এ মহামারী তে যে আপনাকে হাসাতে পেরেছি এই কম কি ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.