নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

করোনাকালীন ফুর্তিবাজ গন !

১৭ ই জুন, ২০২১ রাত ১:২৪

ছবি নেট ।

গরম কালে কম কইরা হলেও তিন বার গোসল করি। ফরজ হইলে চাইরবার!এইডা কইতে পারেন একটা অভ্যাস বা বদ অভ্যাস!

তো একদিন মা কইয়া বসল " ঐ!এতো ঘন ঘন গোসল করছ ক্যান? পানি বিল দিব কে? তোর বাপ? "

আমি যথারীতি হাসি দিয়া কইলাম " উনিই তো দিয়ে আসছেন " আজ থাইকা কি তুমি দিবা?  কইয়া ই বাথরুমের দরজা লাগাই দিলাম।
মায়ের হাতে রুটি বেলার বেলুন যদি ছুঁড়ে মারে। বিশ্বাস নাই! শুধু শুনলাম রাগে গজগজ করে বলছে ফাজিল! সব কিছুতে ফাইজলামি।

যাক আস্তে ধীরে গোসল সেরে বের হয়ে দেখি মায়ের মেজাজ কিছুটা ঠান্ডা। এই সুযোগে সরি বলে মাফ চাইলাম। মা তো, "এই আগুন, এই বর্ষা! "
চোখ রাঙাইয়া কইল " যাও এবার খেয়ে উদ্ধার কর "। তার আগে শোন! লুংগী খানা রোদে মেলে দিবে কে? এক্ষুনি দিয়ে আয় নইলে খাওন অফ!

যা শালা! মেজাজ কিছুটা চড়ে গেল। তবুও মায়ের কথা আর তিনি সারাদিন খেটে যায় তার মাঝে আবার ছাদে উঠা নামা। বারান্দায় রোদ আসে না ছায়া থাকে বারোমাস। চারপাশে বিশাল বিশাল ইমারত ! ঢাকা শহরে এই এক ভেজাল! রইদ খুব কম লোকের বারান্দায় আসে।

ছাদে যেয়ে দেখি বাড়িওয়ালার কচি বউ। তারে দেইখা মনডা আউট সুইং কইরা বাইরে আইতে আইতে থাইমা গেল কারণ এটা খুব ভালা কইরা জানি " উনি পিছনের পায়ে ভর করে আউট সুইং ইন সুইং দুইটা ভালো খেলতে পারেন। "

না হইলে স্বেচ্ছায় কে বাপ, চাচার বয়সী লোক কে বিয়ে করে এই বাজারে। শুধু বাড়িওয়ালার ঢাকাতে দুইটা পাঁচতলা বাড়ি আছে বলে। উনি যে পাকা খেলোয়াড় এইবার ধরতে পারছেন তো!

ভাবীর চোখে চোখ পড়তেই আদাব এর সহিত সালাম দিলাম। উনি বললেন, তুমি এই অসময়ে ছাদে? আমার সিধা উত্তর মায়ের পায়ে একটু ব্যাথা তাই আমাকে পাঠালেন। সামাল দিলাম ইটটু মিছা কথা বলে। শুনে তিনি বললেন,  ও! কিন্তু গতকাল ছাদে তো তার সাথে কথা হলো কিছু বলল না। আচ্ছা, সে যাই হোক ডাক্তার দেখাইও।

আমি বাধ্য ছেলের মতন বললাম, জ্বী, আচ্ছা।
এরপর উনার প্রশ্ন তুমি নাকি দিনে তিন চারবার গোসল কর? তোমার মা বলল, সেদিন। কি আর কমু? লজ্জায় মনে মনে কইলাম " মা এইডা কি ইনফরমেশন দিছ এহন ইজ্জত কা ফালুদা! "

আমি বললাম, জ্বী, সত্যি! আসলে যা গরম বুঝেন ই তো।

উনি হেসে বললেন, এই শহরে তোমার গরম একটু বেশী। আমিও বললাম, জ্বী, আপনি অভিজ্ঞ মানুষ ধরতে পেরেছেন।

সে বলল, তুমি আসলেই ফাজিল! তোমার প্যারেন্টস কে বলতে হবে জলদি যেন তোমার বিয়ে দেয়।

আমি মাথা নীচু করে ভেজা বেড়াল সাজলাম কারণ বাড়ীওয়ালার বউ।

যাই হোক আমি গরম কালে এমনিতে ও জরুরি কাম কাইজ ছাড়া অত বের হই না। আর এহন তো লকডাউন, করোনা তাই আরও বের হই না।

বিকালে ছাদে বসে গোধূলি উপভোগ করছি এমন সময় দোস্ত বাদল এর ফোন। বিষয় হচ্ছে আরেক দোস্ত তার বিয়ে। আমি কইলাম " ব্যাডা! তোগ সহ্য হয় না করোনার ভিতরে ও "

বাদল কইল ঘরোয়া ভাবে হাউকাউ নাই চুপেচাপে খালি এলাকার কিছু মুরুব্বি থাকব এই যা! আইয়া পড়িছ। আমি কইলাম আইচ্ছা। সন্ধ্যার পর আরও দুই তিনজন দোস্ত এক হইলাম। বিষয় গিফট কি দেয়া যায়? আমি ফট কইরা কইলাম " আরে ব্যাডা! করোনার সময় এমনিতে হাত খালি সবার। তারপর চাকরি বাঁচে না মরে এই আরেক পিনিক! " ওরা ও কইল হ, কথা ঠিক। তয় উপায়?আমি কইলাম। চল ফার্মেসী! সবাই যে যার মুখ চাওয়াচাওয়ি কইরা এক লগে কইল " ফার্মেসী ! " আমি কইলাম, হ, যাবি? নইলে আমি গেলাম। সবাই কইল আইচ্ছা চল। সবাই রে কইলাম এহানে খাড়া আমি আইতাছি।

ফার্মেসীতে ঢুকে যথারীতি সালাম দিয়া কইলাম নুরানি ভাই কেমন আছেন? আইচ্ছা, ইটটু ভিতরে আসেন কথা আছে। ভিতরে গিয়া কইলাম, মনে কিছু নিয়েন না একটা কথা জিগাই। তিনি বললেন কি? কইলাম আমার এক দোস্তের আইজ রাইতে বিয়া তা কনডম এর দাম কিমুন?

সে একটু ভেবে বলল, প্যান্থার দশটা পঞ্চাশ আর রাজা একটা পাঁচ টাকা পিছ তয় পুরা বক্স নিলে দুই টাকা পিছ।

আমি বত্রিশ পাটি দাঁত বাইর কইরা কইলাম ইউরেকা! এক হাজার পিছ রাজা দেন যেই কয় বক্স হয়। সে হাইসা দিল। পরে তার স্টক শেষ হইয়া গেল। দোস্তদের ডাক দিয়া বিস্তারিত কইয়া জবরদস্ত একটা মোড়কে প্যাঁচাইলাম বক্স গুলিরে। আর ভিতরে লেইখা দিলাম

" খাঁটি দেশী মাল! দামে কম মানে ভালো টেকসই লাইক কাকলি ফার্নিচার! " ঃ)

হাসতে হাসতে সবাই বিয়া খাইলাম।ঐ দোস্তরে একলা নিয়া বক্স খানি ধরাইয়া দিয়া কইয়া দিলাম  তুই আর ভাবি থাকলে খুলবি নইলে ধইনতান ন আকার না। যে যার বাসায় এখন। রাইত গভীর কি জানি হচ্ছে... !

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২১ রাত ১:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মধ্যরাতের জোক বটে !!

১৭ ই জুন, ২০২১ রাত ৩:৪৪

স্প্যানকড বলেছেন: মধ্য রাইত বইলা কথা ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

২| ১৭ ই জুন, ২০২১ রাত ১:৪২

জটিল ভাই বলেছেন:
আজিজ ভাইয়ের মতো ভদ্র হোন।

১৭ ই জুন, ২০২১ রাত ৩:৪৬

স্প্যানকড বলেছেন: আজিজ ভাই বড় ভাই। আমি আমার মতন রই। ধন্যবাদ।

৩| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:১৭

ফুয়াদের বাপ বলেছেন: কি আর হচ্ছে! ওনারা দুজনে হাসাহাসি করছে আর আপনাদের বদের হাড্ডি বন্ধু বলতেছে মনে হয়...লেখা খুব মজারু হইছে...

১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:৫৭

স্প্যানকড বলেছেন: যাক চেষ্টা সফল হইছে ! আপনি মজা পেয়েছেন তাতেই খুশি। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.